[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

Bisawajit bjeet89 at gmail.com
Sat May 19 20:00:05 UTC 2012


নাম উল্লেখ করতে চাইছি না। তবে লিফো ভাঙার ঠিক আগে মুহুর্তেই নিজেদের ভিতর
কোন্দল ও রেশা-রেশি শুরু হয়। অবিচ্ছিন্ন কিছু ঘটনাকে পুঁজি করে দল তৈরি করার
জন্য ফোরামে চঞ্চচাল্যকর অবস্থার সৃষ্টি করানো হয়। এখনো পর্যন্ত এই
প্রক্রিয়া অবাহত আছে। তবে যে সফল তা কিন্তু না। মানুষের দুর্বলতাকে পুঁজি করে
এরা সবসময় ফায়দা উঠাতে চায়। ব্যক্তিস্বার্থ কেন্দ্রীক না হয়ে লিফো আবার
সমহীমায় ভাস্বর হয়ে উঠুক এই কামনা। আর যানারা মডারেটর বা এডমিন থাকবেন তারা
যেন সব সময় দক্ষতার পরিচয় দিতে পারে এমন ব্যক্তিদের নির্বাচন করেন, এই আশা
করি। এবিষয়ে, মাসনুন ভাই, সাজ্জাদ ভাই, শিপলু ভাই অনেক সুন্দর মন্তব্য দিয়েছেন।

ধন্যবাদান্তে,

বিশ্বজিত || খুলনা।


2012/5/20 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> 2012/5/20 Bisawajit <bjeet89 at gmail.com>
>
> > লিফো আবার ফিরবে শুনেই খুব ভাল লাগছে। আশা করি, অদক্ষ ও দলীয়করণ নীতি থেকে
> > এবার লিফো দূরে থাকবে। লিফোকে আবার নতুন করে দেখতে চাই।
> >
>
> উত্তরের জন্য ধন্যবাদ, বিশ্বজিৎ। ঠিক কোন কোন বিষয় আপনার কাছে অদক্ষ বা
> দলীয়করণের নীতি বলে মনে হয়েছিল এবং এগুলো ভবিষ্যতে কিভাবে এগুলো এড়িয়ে চলা যায়
> সে ব্যাপারে আপনার পর্যবেক্ষণ একটু বিস্তারিতভাবে বললে বেশ উপকার হবে, আমাদের
> কিছু নিরেট সিদ্ধান্তে উপনীত হতে সুবিধে হবে। আমরা আমাদের অতীতে ভুলগুলো
> সঠিকভাবে সনাক্ত করতে এবং সেটা শুধরে নিয়ে সামনে এগোবার চেষ্টা করছি।
>
> @সাজ্জাদ হোসেন,
> আপনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে নিয়ে এসেছেন। আপনাকে ধন্যবাদ।
>
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list