[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

Sazzad Hossain sazzadais at gmail.com
Sat May 19 18:30:22 UTC 2012


May be offtopic--am not sure !!

লিনাক্সদেশ বা অন্য ফোরামগুলোতে নতুনদের উপর মাঝে মাঝে অতিরিক্ত মডারেশন করা
হয় নিয়মের নামে, যা অনুচিত। কেউ না জানতে বা না বুঝতে পারে ; যা হয়ত বলতে
দ্বিধা করতে পারে, এটা তার কাজে ফুটে উঠে সে কি বুঝে নি। তাকে তা বলে দিলেই হয়,
মডারেশন বা অন্য কোন পদক্ষেপের আদৌ মনে হয় দরকার হয় না।
**************************
আপনাদের উদ্দোগটি সফল হোক।
**********
একটা বিষয় আমি লক্ষ করেছি যে লিনাক্স বা উবুন্টু বা অন্য ডিস্ট্রো যে যেটাই
ব্যবহার করি না কেন, ব্যবহারকারিদের বেশিরভাগই CSE,IT or basically science
background এর। এর অন্যথা খুব কমই দেখেছি। --- আমরা যারা এই স্বল্প শ্রেণিতে
পড়ি, তাদের প্রশ্নগুলো বেশিরভাগ সময়ই ঠিক হয় না; অনেকে এটাকে ভাল চোখে দেখে
না। আবার কেউ কেউ আছে নিচক ফুটানি করতে বা দেখাতে উবুন্টু ব্যবহার করে তা
প্রদর্শন করে। এদের মাঝে মাঝে জানা সত্তেও একই প্রশ্নের উত্তর বার বার দেওয়া
হয়। --- এদেরকে থামানো উচিত।
******
অনর্থক অনেক কথা বলে ফেললাম। ভুলত্রুটি ক্ষমা করবেন।


-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list