[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

Kabbo Sarker kabyaa1 at gmail.com
Sat May 19 17:04:27 UTC 2012


আমিও সগির ভাইয়ের সাথে একমত। মডারেটর প্যানেলকে আরও শক্ত হতে হবে। কোন 
ব্যক্তিগত প্রচারণা লিফোতে নিষিদ্ধ করতে হবে। যেমন কেউ যদি সিডি/টিশার্ট 
বিতরণ করতে চায় তবে তা নিজ ব্লগে করুক বা গোবা তে যোগাযোগ করুক, উন্মুক্তো 
আলোচনা করা যাবে না।

আসলে লিফো দিয়েই বলতে গেলে আমার জীবনের মূল ইন্টারনেট ব্যবহার শুরু 
হয়েছিল। প্রতিদিন লিফোতে ঢুকতেই আমি কম্পু অন করতাম। কিন্তু মজার কথা হল, 
লিফোতে যে দুই বার সমস্যা হয়েছিল ওই দুই বারই আমার পরীক্ষা চলছিল বলে 
লিফোতে আসতে পারিনি। তাই আমি জানিনা কি হয়েছিল। যাই হোক, তা যেন আর না হয়। 
তার জন্য কি কি করা দরকার সেটা আপনারই বলুন। ইতিহাস :|



More information about the ubuntu-bd mailing list