[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sat May 19 16:49:08 UTC 2012


লিফো ফোরামে আমি খুব বেশিদিন ঘুরিনি তাই সবার যেরকম এটা নিয়ে স্পর্শকাতরতা
আছে, আমার তেমন নেই। আর সেজন্যই সবাই একটা ফোরাম থাকতে আরেকটাকে কেনো আনতে
বলছে আমি বুঝতে পারছি না। আমরা চাইলে লিফো ফোরামের ইউআরএল রিডাইরেক্ট করে
লিনাক্সদেশে দিতাম

যাই হোক লিনাক্সদেশের প্রশাসক/সমন্বয়করা যদি চান লিনাক্সদেশকে লিফো ফোরামের
সাথে মার্জ করতে তাহলে আমার মনে হয় লিনাক্স দেশের প্রশাসক/সমন্বয়কদের আবার
লিফো ফোরামের দায়িত্ব নিতে হবে কারণ আমার মনে হয় না লিফো ফোরামে তখন যারা
প্রশাসক/সমন্বয়কদের দায়িত্বে ছিলেন তারা এখন আবারও দায়িত্ব নিতে পারবেন (সবাই
নিজের নিজের মতো ব্যস্ত হয়ে পড়েছেন)।

যাই হোক এটা আমার সামান্য কিছু চিন্তাভাবনা সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিবেন
সেটাই হবে।

রাসেল ভাইইইইইইইইইইইইইইইইইই প্রস্তুত হোন আপনাকে সবাই গুতানো শুরু করবে এখনই :P


More information about the ubuntu-bd mailing list