[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

Shabab Mustafa shabab at linux.org.bd
Sat May 19 16:36:52 UTC 2012


অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে শাহরিয়ারের সাথে একমত। অন্য কেউ অনুষ্ঠান আয়োজন
করলে সেটা প্রচার করতে দোষের কিছু নেই। ফোরাম যেহেতু একটি কমিউনিটি, কমিউনিটির
সংবাদ হিসেবে আয়োজনের খবর আসতেই পারে। আমার যতদূর মনে পড়ে আগেরবার গোলমাল
বেঁধেছিল অন্য জায়গায়। অন্য আয়োজকরা অনুষ্ঠান আয়োজন করে সেখানে সহ-আয়োজক,
সহযোগীদের তালিকায় কিছু সুপরিচিত দলের নাম যোগ করছিল সেসব দলের সংশ্লিষ্ট কারো
সাথে আলোচনা না করেই। ফলে অনুমতি ছাড়াই যাদের নাম যোগ করা হচ্ছিল তাদের
আপত্তিকেও বোধহয় অযৌক্তিক বলা যাবে না। সগীর ভাইয়ের মত আমারও মনে হচ্ছে এই
ব্যাপারে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত আসার প্রয়োজন আছে।
---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list