[Ubuntu-BD] উবুন্টু ১২.০৪ এ লেনকার্ড পাচ্ছে না।

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Thu May 17 17:53:52 UTC 2012


প্রিয় শিপলু দা

১৭ মে, ২০১২ ১১:৪৫ pm এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:

> আর ifconfig কমান্ডের আউটপুট?
>

এটা এই থ্রেডেই একটু উপরের দিকে দেখুন। পেয়ে যাবেন। সগীর ভাইয়ের করা তৃতীয়
মেইলটাই।


> এখন যে ইউএসবি ব্যবহার করছেন সেটা কোন ডিভাইস (ethN or athN or wlanN,
> N=number) তাও বলুন।
>

আমার ধারনা ওটা একটা এন্ড্রয়েড মুঠোফোন/ট্যাবলেট। যেহেতু ইউএসবি দিয়ে
টিদেরিংয়ের মাধ্যমে আন্তর্জালে যুক্ত করা হচ্ছে তাই সেটাতে usb0 নাম হওয়াটাই
সম্ভাব্য।

ধন্যবাদ।
 --
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ


More information about the ubuntu-bd mailing list