[Ubuntu-BD] OMGUbuntu এর মত একটা সাইট বাংলায় চালু করা যায়?

Abhi Aditya abhi_69 at live.com
Wed May 16 09:14:19 UTC 2012



ভালো উদ্যোগ।

> Date: Tue, 15 May 2012 20:12:39 +0600
> From: zombiegenerator at aol.com
> To: ubuntu-bd at lists.ubuntu.com
> Subject: [Ubuntu-BD] OMGUbuntu এর মত একটা সাইট বাংলায় চালু করা যায়?
> 
> হ্যালো সবাই,
> 
> OMGUbuntu.co.uk উবুন্টু বেজড বিশের সবচেয়ে জনপ্রিয় সাইট, এইটা কি বাংলায় করা 
> যায? মানে রিভিউ, হ্যাক , টিপস কালেকশন সাথে সুন্দর একটা ডিজাইন এমন কিছু। সাইট 
> তৈরী এবং মেন্টেন করা বিষয় না, আমি আছি, মাসনুন ভাই আছে। অন্য অনেকেই কাজটা 
> পারবে। প্রধান কথা হল রাইটার পাওয়া। এমন না যে, সেইটাকে ফ্রী ই হতে হবে। আর্স 
> টেকনিকার মত পেইড কিছু সুবিধা দেওয়া যায়, আবার বিজ্ঞাপন থেকেও টাকা পাওয়া 
> যাবে, লেখককে টাকা দেয়া যেতে পারে। (কারণ, ফ্রী হলে কেউ ইনিশিয়েটিভ পাবে না) 
> । প্রথমে না হয় আমরা সবাই চাঁদা তুলে কিছু জমা করে রাখলাম প্রতি পোস্টের ভিত্তিতে 
> পোস্টার পাবে।
> 
> যাই হোক, মতামত জানাবেন।
> 
> --
> N
> -- 
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 		 	   		  


More information about the ubuntu-bd mailing list