[Ubuntu-BD] আগামী ১৭ই মে আইআরসিতে মিটিং ...

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Mon May 14 18:08:36 UTC 2012


অনেকদিন ধরে কোন মিটিং হচ্ছেনা। শুধুমাত্র হাই হ্যালো বলার জন্যও নিয়মিত
আইআরসিতে বসা দরকার আমাদের - কী বলেন সবাই! www.ubuntu-bd.org এ গেলে দেখা
যাবে যে একটা নোটিশ ঝুলছে - আগামী ১৭ই মে রাত এগারোটায় (বাংলাদেশ সময়)
#ubuntu-bd আইআরসি চ্যানেলে একটা মিটিং হবে। নির্দিষ্ট কোন বিষয় নেই মিটিংয়ে -
কমিউনিটির সদস্যদের পরস্পর পরস্পরকে শুধুমাত্র হাই-হ্যালো বলার জন্যই এই
আয়োজন। সময় রাত ১১টা দেয়া থাকলেও আশা করছি সবাই আরো আগে থেকেই জমায়েত হবেন।
তাছাড়া লোডশেডিংয়ের কারণে সবাইকে একই সময়ে পাওয়া যাবে - এই আশা করাটাও বড়সর
অপরাধ। তাই আশা করছি রাত ১০টা/সাড়ে ১০টা থেকেই আইআরসি চ্যানেলে আসতে শুরু
করবেন।

যারা আইআরসি চ্যানেল সম্পর্কে জানেননা, তাদেরকে দয়া করে
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/IRC এই লিংকটি দেখার জন্য অনুরোধ করা
যাচ্ছে।

সবাইকে ধন্যবাদ!

-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim


More information about the ubuntu-bd mailing list