[Ubuntu-BD] লিব্রা অফিসে "কালপুরুষ" ফন্টে বাংলা যুক্তাক্ষর ভেঙে যাচ্ছে

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Tue May 8 06:01:03 UTC 2012


উবুন্টু ১২.০৪ ইন্সটলের পর লিব্রা অফিসে "মুক্তি" ফন্টে বাংলা লিখলে কোন
সমস্যা হয় না কিন্তু "কালপুরুষ" ফন্ট দিয়ে লিখতে গেলে যুক্তাক্ষরগুলে ভেঙে
যাচ্ছে। আমি Tools > Options > Languages এ গিয়ে Complex Text Layout বা CTL
এনাবল করেছি। তাছাড়া Tools > Options > Libre Office Writter > Basic Fonts
(CTL) এ সবগুলো ফন্টকে Kalpurush এ করেছি। তারপরও কোন কাজ হচ্ছেনা, কালপুরুষ এ
যুক্তাক্ষর ঠিকই ভেঙ্গে যাচ্ছে।

কোন সমাধান?

-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim


More information about the ubuntu-bd mailing list