[Ubuntu-BD] উবুন্টু ১২.০৪ [প্রিসাইজ প্যাঙ্গলিন] রিলিজ পার্টি
M. Adnan Quaium
adnan.quaium at ubuntu-bd.org
Sun May 6 18:33:37 UTC 2012
সবাইকে,
সিডি/ডিভিডি করে iso দেবার প্ল্যান থাকলেও সাময়িক অসুবিধার কারণে সেটা দেয়া
যাচ্ছেনা বলে দুঃখিত। তবে হতাশ হবার কিছু নেই, পেনড্রাইভ করে যাতে যে কেউ
পছন্দমত iso নিয়ে যেতে পারেন সে ব্যবস্থা থাকবে। তাই যাঁদের iso প্রয়োজন, তারা
দয়া করে শুক্রবারে আসবার সময় সাথে করে পেন ড্রাইভ নিয়ে আসবেন।
--
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
More information about the ubuntu-bd
mailing list