[Ubuntu-BD] উবুন্টু ১২.০৪ এর সফটওয়্যার সেন্টারের সমস্যা।

sagir khan sagir42 at gmail.com
Fri May 4 07:11:22 UTC 2012


আমি গিম্প আপগ্রেড করতে গিয়ে এর পিপিএ যোগ করে তার পর আপডেট আর ইনস্টল কমান্ড
চালিয়েছি। এর পর গিম্প অপেন করতে গিয়ে দেখি গিম্পের আগের ভার্সন এর জন্য নতুন
ভার্সন চালু হতে পারছেনা। সফটওয়্যার সেন্টার থেকে আগের ভার্সন রিমুভ করতে গিয়ে
দেখি সফটওয়্যার সেন্টার নিচের মেসেজ দেখাচ্ছে।
http://img525.imageshack.us/img525/6821/softwarecenter.png
সেখােন রিপেয়ার করতে বলে। এটিতে ক্লিক করলে নিচের মেসেজ আসছে।
package operation failed
the installation or removal of a software package failed.

এই সমস্যা থেকে মুক্তির কি উপায়?

-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list