[Ubuntu-BD] Unmounting any NTFS drive
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Wed May 2 18:34:15 UTC 2012
প্রিয় সাজ্জাদ
আপনি সম্ভবত ntfs-3g নামক টুলসের ব্যবহারে আপনার পিসির হার্ডডিস্কের এনটিএফএস
পার্টিশনগুলোকে অটোমাউন্ট কনফিগার করাবার সময় কিছু একটা গন্ডগোল করে ফেলেছেন।
এমতাবস্থায় আপনার পিসি প্রতিবারে রিবুট হবার সময়েই একই ত্রুটিসহ আপনার সেই
হার্ডডিস্কের পার্টিশনগুলোকে মাউন্ট/আনমাউন্ট করে যাচ্ছে।
এক্ষেত্রে উপায় একটাই। আপনি প্রথমে ntfs-3g নামক টুলসটি সিন্যাপটিক/সফটওয়্যার
ম্যানেজার থেকে পুরোপুরি আনইন্সটল করে দিন। এবং সম্ভব হলে সতর্কতার সাথে
/etc/fstab এর মধ্যে লিখিত আকারে থাকা আপনার সিস্টেমের এনটিএফএস পার্টিশনগুলোর
তথ্য মুছে দিন।
তারপর রিবুট করে এসে দেখুন যে আপনি ম্যানুয়ালি মাউন্ট করলে পারমিশন ঠিকঠাক
দেখায় কি না। যদি দেখেন যে সব ঠিকঠাক তো সাবধানে আবারো ntfs-3g ইন্সটল এবং
কনফিগার করে নিন।
আশা রাখি আপনার সমস্যা দূরীভুত হবে। ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
More information about the ubuntu-bd
mailing list