[Ubuntu-BD] রিলিজ হল উবুন্টু ১২.০৪
Shiplu
shiplu.net at gmail.com
Wed May 2 15:48:26 UTC 2012
Upgraded to new Ubuntu. It was slow. অনেক সময় লাগল। কিন্তু আপগ্রেডের
সময় ঘুমিয়ে কাটিয়েছি বলে তেমন কোন সমস্যা হয় নি।
নতুন কোন কিছু চোখে পড়ছে না। সব কিছু একই রকম লাগছে। সম্ভবত আমার
কাস্টমাইজেশন একটিভ আছে বলে।
একটাই সমস্যা দেখতে পাচ্ছি। ওয়্যারলেস কানেকশন পাচ্ছে না। দেখি কি করা যায়।
--
Shiplu Mokaddim
Talks: http://shiplu.mokadd.im
Follow: http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader
More information about the ubuntu-bd
mailing list