[Ubuntu-BD] রিলিজ হল উবুন্টু ১২.০৪

sagir khan sagir42 at gmail.com
Wed May 2 12:56:53 UTC 2012


আমি এক সময় বিজয়ে চরম অভ্যস্থ ছিলাম। এর পর শুরু হল ইউনিজয়/উইনিবিজয় এর পালা।
এটা শিখতে খুব বেশী দেরি হয় নি। কারন দুটোই বিজয়ের কাছাকাছি। এর পর কিছুদিন
প্রভাত। মাঝে মুনির আর নেশনাল ছিল দুই মাসের মত। এখন অভ্র ইজি (অভ্র ফোনেটিংকস
না) তে অভ্যস্থ।
চাইলেই যে কোন লেআউটি শেখা যায়।

২ মে, ২০১২ ৫:২২ pm এ তে, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com> লিখেছে:

> হ্যাঁ, তা জানি। কিন্তু প্রভাতে টাইপ করতে পারি না যে। ইউনিজয় শিখেছি,
> এখন প্রভাত শেখার জন্য আবার কিবোর্ড নিয়ে লড়াই করতে হবে।
>
> On 01/05/2012, Rezwanur Rakib Chy <rezwan6 at gmail.com> wrote:
> > On Tue, May 1, 2012 at 8:27 PM, Jamal Uddin <prativasic at gmail.com>
> wrote:
> >
> >> @Rezwanur,
> >> You don't need anything like language pack to type in Probhat. Just go
> to
> >> Keyboard settings and add the Probhat layout, you'll be good to go.
> >>
> >> অনেক অনেক ধন্যবাদ জামাল ভাই :)) এই সহজ ব্যাপারটা আমার মাথায় আসেনি! :P
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> Please avoid sending me Word or PowerPoint attachments. Use only open
> format.
> See http://www.gnu.org/philosophy/no-word-attachments.html
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list