[Ubuntu-BD] jdownloader ইন্সটল হওয়ার পর ভাষা অটোমেটিক চায়নিজে পরিবর্তন!

shantanu saha shantanucse18 at gmail.com
Wed May 2 10:23:30 UTC 2012


ডেস্কটপের এবং ল্যাঙ্গুইজ সেটিংয়ের একটি স্ক্রিনসট দিতে পারলে বুঝতে সুবিধে
হতো।

2012/5/2 Rezwanur Rakib Chy <rezwan6 at gmail.com>

> টার্মিনাল থেকে jdownloader ইনস্টল দিয়েছিলাম। তারপর পিসি রিস্টার্ট
> দেওয়ার পর ভাষা চাযনিজ হয়ে গেছে! ভাষা সেটিংস এ গিয়ে দেখি ল্যাঙ্গুয়েজ us
> english ই দেওয়া আছে। ভাষা সেটিংস এর অধিকাংশ লেখা চায়নিজে রুপান্তরিত
> হওয়ায় কিভাবে কী করবো বুঝতে পারছি না।
>
> এখন ভাষা পুনরায় ইংরেজীতে ফিরিয়ে আনার উপায় কী?
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list