[Ubuntu-BD] আপডেট সমস্যা

sagir khan sagir42 at gmail.com
Mon Mar 12 13:58:18 UTC 2012


শাবাব ভাই। এই কাজগুলো আমার আগেই করা আছে। আমার নেট প্রোভাইডার যে ডিএনএস
দিয়েছিলো আমি তাই চালাই। মেইলে পরিবর্তন করে অপেন ডিএনএস দিতে বললে তাই দিলাম।
কিন্তু কোন কাজ হল না।

১২ মার্চ, ২০১২ ৭:৫৫ pm এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:

> তারমানে Resolve হচ্ছে বলেই তো মনে হচ্ছে! যাইহোক  DSL Connection এ ও DNS
> Server যোগ করতে পারবেন। Edit Connection -> DSL -> DSL Coonection এ গিয়ে
> IPv4 Settings ট্যাবে যাবেন। সেখানে Method এর ঘরে নির্বাচন করবেন Autometic
> (PPPoE) Addresses only. দেখবেন নিচের DNS servers এর বাক্স এনাবল হবে। সেখানে
> লিখবেন 8.8.8.8, 8.8.4.4 অ্যাপ্লাই করে বেরিয়ে এসে কানেকশন ডিসকানেক্ট করে
> আবার কানেক্ট করুন। তারপর apt-get update দিন।
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list