[Ubuntu-BD] উবুন্টু আগামী সংস্করন টেস্ট এবং বাগ রিপোর্টিং (উবুন্টু গ্লোবাল জ্যাম)
Md Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Sun Mar 4 10:00:50 UTC 2012
আয়োজনের কিছু ছবি<https://picasaweb.google.com/114530979350245716477/UGJ2012Dhaka#>।
দেড়িতে দেওয়ার জন্য দুঃখিত।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<https://wiki.mozilla.org/ReMo>
01611151550
2012/2/28 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> ওখানে বিদ্যুৎ পাওয়া দূরহ ব্যপার। পাওয়ার স্ট্রিপ নিয়ে আসলেই বা কি হবে?
>
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
> Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla Reps<https://wiki.mozilla.org/ReMo>
> 01611151550
>
>
>
>
> 2012/2/28 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
>> প্রিয় নূর
>>
>> আইডিয়া এবং পরিকল্পনাটা চমৎকার।
>>
>> রেজিষ্ট্রেশন ফর্মে একটা ফিল্ড যোগ করো। পাওয়ার কর্ড/স্ট্রীপ/ক্যাবল আনতে
>> বলো,
>> যাঁর যতটুকু আছে। তাহলে বিদ্যুৎতের একটিমাত্র উৎস থেকেই আয়োজনের সকল
>> অংশগ্রহনকারীর চাহিদা পূরন করা সম্ভব হবে।
>>
>> ২৮ ফেব্রুয়ারী, ২০১২ ৯:২১ am এ তে, Md Ashickur Rahman Noor <
>> ashickur.noor at gmail.com> লিখেছে:
>>
>> > দুঃখিত ছুটে গিয়েছিল
>> >
>> > স্থান: টিএসএটি (যেখানে ওয়াইফাই পাওয়া যাবে)
>> > তারিখ: ০২-০৩-২০১২
>> > সময়: দুপুর ৩:০০ - সন্ধ্যা ৬ টা
>> >
>>
>> এই বিষয়ে আমার মতামত হলো দুপুরের খাবারের পরপর অবস্থান দখল করা। সম্ভব হলে
>> দুপুর ১২ টা থেকে আস্তে আস্তে অবস্থান নিতে থাকা।
>>
>> কেননা এমনিতেই টিএসসি'র এই ওয়াইফাই জোনটুকু "ফেইসবুক জনতা"র দখলে থাকে।
>> দুপুরের খাবার সময়টুকু শুরু হয় ১২ টা থেকে আর চলে ২:৩০ অবদি। আর তাই এই
>> সময়টাই
>> ফাঁকা হয় এই ওয়াইফাই জোন। যদি অংশগ্রহনকারীরা সবাই মিলে আস্তে আস্তে বসতে
>> পারেন তবে জায়গার সাথে সাথে নেট ও বিদ্যৎতের সুবিধা নিশ্চিত করা সহজতর হবে।
>>
>> আশা করি অায়োজনে অংশ নিতে আগ্রহীজনেরা বিষয়টা সক্রিয় বিবেচনায় রাখবেন।
>> --
>> রিং
>> +8801671411437
>>
>> মহাসচিব
>> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
More information about the ubuntu-bd
mailing list