[Ubuntu-BD] আসুন লিনাক্সে কিউবি শাটল মডেম চালাই :-)

Abhi Aditya abhi_69 at live.com
Fri Jun 1 04:38:06 UTC 2012


আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি ও সবসময় নানা জায়গায় মুভ করতে হয় তাদের জন্য পোর্টেবিলিটি ও সাইজের কথা চিন্তা করলে ইউএসবি মডেম বেস্ট চয়েস, বিশেষ করে দেশে এখন যে হারে বিদ্যুতের আনাগোনা চলছে তাতে কারেন্ট না থাকলে হাত-পা গুটিয়ে বসে থাকা ছাড়া উপায় নেই (ইনডোর মডেমে), সেদিক বিবেচনাতেও ইউএসবি মডেমের সুবিধা আছে...এগুলো ভেবেই এই মডেম নিয়েছি :)

> Date: Fri, 1 Jun 2012 07:40:24 +0600
> From: sazzadais at gmail.com
> To: ubuntu-bd at lists.ubuntu.com
> Subject: Re: [Ubuntu-BD] আসুন লিনাক্সে কিউবি শাটল মডেম চালাই :-)
> 
> এত্ত ক্যারার কি দরকার !! Gigaset/indoor is The Best...Plug n Play :D
> 
> -- 
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> -- 
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 		 	   		  


More information about the ubuntu-bd mailing list