[Ubuntu-BD] Opinions

Abhi abhi_69 at live.com
Mon Jul 30 18:06:31 UTC 2012


On 07/30/2012 11:24 PM, Abu Ashraf Masnun wrote:
> আলোচনা চলুক :)
>
> এতদিন ধরে চলে আসা অনেক ভ্রান্ত ধারণা দূর হচ্ছে ঐ থ্রেডে ।
>
> 2012/7/30 Ashiq-uz-Zoha <ashiq.ayon at gmail.com>
>
>> অবশ্যই চলুক আলোচনা।এখানে অনেক সাধারন ব্যবহারকারী যেমন আছেন , তেমনি এমন অনেক
>> লোকও আছেন যারা সত্যিকার অর্থে এক্সপার্ট , এই ফিল্ডে অনেকদিন কাজ করছেন।কাজেই
>> এমন আলোচনা থেকে আমরা যারা কম জানি তাদের জন্য অবশ্যই ভালো কিছু আসবে , নতুন
>> কিছু শেখার ও জানার সুযোগ থাকবে।
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
অনেক নতুন ব্যবহারকারীর ভুল এই থ্রেডে ভেঙ্গে যাচ্ছে। আর ওপেনসোর্স আন্দোলনে অসম্পূর্ণ 
বা বায়াসড তথ্য কখনো মঙ্গল ডেকে আনতে পারেনা বলে আমি মনে করি। এই আলোচনা থেকে 
অনেক বিষয় উঠে আসছে যেগুলো সকলেরই জানা থাকা দরকার। তাই আলোচনা চলুক...



More information about the ubuntu-bd mailing list