অবশ্যই চলুক আলোচনা।এখানে অনেক সাধারন ব্যবহারকারী যেমন আছেন , তেমনি এমন অনেক লোকও আছেন যারা সত্যিকার অর্থে এক্সপার্ট , এই ফিল্ডে অনেকদিন কাজ করছেন।কাজেই এমন আলোচনা থেকে আমরা যারা কম জানি তাদের জন্য অবশ্যই ভালো কিছু আসবে , নতুন কিছু শেখার ও জানার সুযোগ থাকবে।