[Ubuntu-BD] GNU/Linux খ্যাত কার্নেল এবার কম্পাইল হলো অ্যাপলের Clang কম্পাইলার দিয়ে

Sarim Khan sarim2005 at gmail.com
Fri Jul 20 11:26:04 UTC 2012


http://llvm.linuxfoundation.org/
http://www.youtube.com/watch?v=Jp04DMXH2Rg&feature=share
http://en.wikipedia.org/wiki/Clang

কিছুক্ষন আগে অনিরুদ্ধের টুইট থেকে খবর পেলাম লিনাক্স কার্নেলকে Clang
কম্পাইলার দিয়ে কম্পাইল করা হয়েছে, কিছুদিন আগেই GNU/Linux নিয়ে মাঠ বেশ
গরম ছিল, তখন একটা যুক্তি শুনলাম যে GNU প্রজেক্টের তৈরী GCC কম্পাইলার
ছাড়া লিনাক্স কার্নেলকে কম্পাইল করা যায় না, যদিও ইন্টেল এর c/c++
কম্পাইলার দিয়ে কম্পাইল করা যায়, এবার অ্যাপলের clang দিয়ে লিনাক্স
কার্নেল কম্পাইল করা সম্ভব হওয়ায় সেই যুক্ত ভ্রান্ত প্রমানীত হলো। আশাকরি
এখন থেকে GNU/Linux না বলে শুধু Linux বললে কেউ বকাঝকা করবেন না ;)

যাহোক, আশাকরা যায় এর ফলে clang কম্পাইলারের সুবিধা গুলা লিনাক্স কার্নেল
ডেভেলপারগন নিতে পারবেন এবং এর ফলে লিনাক্স কার্নেল আরো সামনে উৎকর্ষের
দিকে এগিয়ে যাবে।

হ্যাপি লিনাক্সিং :)


More information about the ubuntu-bd mailing list