[Ubuntu-BD] ডিকশনারি এবং অটোকারেক্ট সুবিধা নিয়ে আসলো অভ্র ফোনেটিক

Sazzad Hossain sazzadais at gmail.com
Sat Jul 21 21:59:21 UTC 2012


@Arif
হ্যাঁ পারবেন।

2012/7/22 Arif Roni <roni21iut at gmail.com>

> ibus-avro will not work below Ubuntu 12.04
>
>
> এর মানে কি আমি উবুন্টু ১০.১০ এটা ব্যবহার করতে পারব না?
>
> Best Regards
> _________________
> Md. Arif Ahmed Roni
> Universität Ulm
> Ulm, Germany
> +4917621658448
>
>
> 2012/7/21 Aniruddha Adhikary <aniruddha at adhikary.net>
>
> > লিনাক্সে অভ্র ব্যবহারকারীদের জন্য রিলিজ হলো আইবাস অভ্র। লিনাক্স
> > ব্যবহারকারীদের বহুদিনের দাবি ছিল উইন্ডোজের মত ডিকশনারি সাজেশন এবং
> > অটোকারেক্ট যুক্ত পুর্নাঙ্গ অভ্র ফোনেটিক লিখন পদ্ধতি। এবার আইবাস অভ্রতে
> > যুক্ত করা হয়েছে ইনটেলিজেন্ট ডিকশনারি সাজেশন এবং প্রচলিত ইংরেজি শব্দের
> জন্য
> > অটোকারেক্ট। এর ফলে লিনাক্সে বাংলা লিখা হলো আরো সহজ।
> >
> > এক নজরে দেখে নেই এর প্রধান ফিচারসমুহ,
> >
> > >> বর্তমানে প্রচলিত অভ্র ফোনোটিক লিখন পদ্ধতির সাথে ১০০% কমপ্যাটিবিলিটি।
> >
> > >> টাইপ করা ইংরেজি অক্ষর দেখার জন্য প্রিভিউ উইন্ডো। ফলে একই সাথে দেখতে
> > পাবেন ইংরেজিতে কি লিখছেন এবং বাংলাতে কি লেখা হচ্ছে।
> >
> > >> ইন্টিলিজেন্ট ডিকশনারি সাজেশন ইংরেজিতে ফোনেটিক পদ্ধতিতে লিখা শব্দের
> জন্য
> > যথাসম্ভব সব কয়টি বাংলা শব্দ প্রদর্শন করে, ফলে বাংলা লিখতে নির্দিষ্ট কোন
> > নিয়ম অনুসরন করার প্রয়োজন নেই। আপনার ইচ্ছামত লিখুন, বাংলা করার দায়িত্ব
> > অভ্রের;)
> >
> > >> অটোকারেক্ট সুবিধার ফলে কমন ইংরেজি শব্দগুলি লিখার জন্য ফোনোটিক পদ্ধতিতে
> > পুনরায় লিখার প্রয়োজন পড়বে না, ইংরেজিতে লিখলেই তা সঠিকভাবে বাংলা হয়ে
> > যাবে। যেমন (Facebook, download ইত্যাদি)
> >
> > >> স্বয়ংক্রিয়ভাবে কাস্টোমাইজেবল,ইনপুট ইঞ্জিন ব্যবহারকারীর পছন্দের উপর
> > ভিত্তি করে কোন নির্দিষ্ট শব্দের জন্য সিলেক্টকৃত সাজেশন এমনিতেই মনে রাখবে
> > এবং পরবর্তিতে সেটিই উপস্থাপন করবে। ফলে আপনারে আর লেয়াউটের সাথে অভ্যস্ত
> হতে
> > হবে না, বরং অভ্র ইঞ্জিনই স্বয়ংক্রিয়ভাবে অভ্যস্ত হবে আপনার পছন্দের
> সাথে:)
> >
> > বিস্তারিত জানতে এবং ইন্সটল করার জন্য ঢু মারুনওমিক্রনল্যাব লিনাক্স <
> > http://linux.omicronlab.com/#**download_and_installation<
> http://linux.omicronlab.com/#download_and_installation>
> > >সা**ইটে।
> >
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/**mailman/listinfo/ubuntu-bd<
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list