[Ubuntu-BD] সহজ উবুন্টু শিক্ষাঃ ১২.০৪

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Thu Jul 5 19:23:04 UTC 2012


বেশ কয়েকদিন ধরেই অল্প অল্প করে লিখে আমার ব্লগের 'সহজ উবুন্টু শিক্ষা' পেজটি (
http://adnan.quaium.com/ubuntu) প্রিসাইজের জন্য আপডেট করলাম। বিভিন্ন
ব্যস্ততার জন্য প্রিসাইজ রিলিজ হবার পরও পেজটি আপডেট করতে দু'মাস লেগে যাবার
জন্য খুবই দুঃখিত। কয়েকটি পোস্ট আপডেট/লেখা এখনো বাকী রয়ে গেছে, তবে মূল
সহায়িকাটি দাঁড়িয়ে গেছেই বলে মনে হচ্ছে। আশা করি আগের বছরগুলোর মত এবারো "সহজ
উবুন্টু শিক্ষা" নবীন উবুন্টু ব্যবহারকারীদের যথেষ্ট উপকারে আসবে।

"সহজ উবুন্টু শিক্ষা" সংক্রান্ত যেকোন মন্তব্য সাদরে গ্রহনযোগ্য।

ধন্যবাদ সবাইকে! :)

-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim


More information about the ubuntu-bd mailing list