[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ এ গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না

Fazle Rabbi Dayeen mailme42 at gmail.com
Wed Jan 25 17:02:35 UTC 2012


>Why do you need nVidia driver for intel graphics chip?

গ্রাফিক্স ড্রাইভার ছাড়া HD ভিডিওগুলি দেখা যাচ্ছে না। আটকে যাচ্ছে।

2012/1/25 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> 2012/1/25 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > আর তারপরেও যদি সমস্যাটা রয়ে যায় তো সেক্ষেত্রে আপনার জন্য সমাধান এই
> > থ্রেডে আমার প্রথম মেইলেই পেয়ে যাবেন। একটু কষ্ট করে ঐ মেইলটা মনোযোগ দিয়ে
> পড়ে
> > দেখুন।
> >
>
> অনুগ্রহ করে মেইলটি আবার পাঠাবেন? আর্কাইভে আপনার মেইল খুঁজে পাওয়া যাচ্ছে না।
>
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
http://ubuntulibrary.wordpress.com/

আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/


More information about the ubuntu-bd mailing list