[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ এ গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না
Junayeed Ahnaf Nirjhor
zombiegenerator at aol.com
Wed Jan 25 14:21:44 UTC 2012
Why do you need nVidia driver for intel graphics chip?
Junayeed Ahnaf Nirjhor
Core Developer Intern, Diaspora
Twitter - @Nirjhor
-----Original Message-----
From: ubuntu-bd-bounces at lists.ubuntu.com [mailto:ubuntu-bd-bounces at lists.ubuntu.com] On Behalf Of Fazle Rabbi Dayeen
Sent: 25 January, 2012 7:12 PM
To: Ubuntu Bangladesh
Subject: Re: [Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ এ গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না
হয়েছে। না, আপগ্রেড করা লাগে নাই। এখানে লিখে দিচ্ছি, -
/etc/X11 এ গিয়ে xorg.conf , xorg.conf.backup আর xorg.conf.filesafe তিনটি ফাইল সরিয়ে ফেলতে হবে। এবার রিস্টার্ট দিলেই গ্রাফিকাল ডেক্সটপ চলে আসবে! সবাইকে ধন্যবাদ।
@রিং ভাই, GMA 4500MHD এর জন্য Nvdia এর কোন ড্রাইভারটা ইন্সটল করবো?
রেপোতে তিনটি Nvidia driver available দেখাচ্ছে। version 185 driver?
version 173 driver?
version 96 driver?
2012/1/25 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> @রিং ভাই
> ওই মিয়া খালি কথা ধরেন কেন? আর কোন কাজ কাম পান না? ;P
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
> Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
> Reps<https://wiki.mozilla.org/ReMo>
> 01611151550
>
>
>
>
> 2012/1/25 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > প্রিয় নূর
> > ২৫ জানুয়ারী, ২০১২ ১২:০৮ am এ তে, Md Ashickur Rahman Noor <
> > ashickur.noor at gmail.com> লিখেছে:
> >
> > > ইন্টেলের ভিজিয়ে হলে তো কোন ড্রাইভার লাগে না। আমারও তো একই সিরিজের
> > ড্রাইভার।
> > >
> >
> > কোন ড্রাইভার ছাড়াই গ্রাফিক্সের তথ্যগুলো প্রক্রিয়াজাত করা যায়? কোথায়
> > পেলে ভাই এমন তথ্য?
> >
> > এক্ষেত্রেও গ্রাফিক্সের জন্য ড্রাইভার লাগে এবং সেটা ঠিকঠাক মতোই
> > উবুন্টু সহ অন্যান্য প্রায় সব ডিস্ট্রোই স্বয়ংক্রিয়ভাবে
> > অনবোর্ড/ইনবিল্ট জিপিইউ কে ডিটেক্ট এবং কনফিগার করে নিতে পারে।
> >
> > প্রিয় ফজলে রাব্বী ডায়েন
> > আপনি সরাসরি উবুন্টু ১১.১০ এ সিস্টেম আপগ্রেড করে নিন। আশা করি
> > সমস্যাটা
> থাকবে
> > না। আর তারপরেও যদি সমস্যাটা রয়ে যায় তো সেক্ষেত্রে আপনার জন্য সমাধান
> > এই থ্রেডে আমার প্রথম মেইলেই পেয়ে যাবেন। একটু কষ্ট করে ঐ মেইলটা
> > মনোযোগ দিয়ে
> পড়ে
> > দেখুন। কনসোল মুডে কিভাবে কি করলে, আপনি উবুন্টুর ইউনিটি ৩ডি থেকে ২ডি
> > তে ডাউনগ্রেড করে নিতে পারেন সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা আমি দিয়েই
> দিয়েছিলাম।
> >
> > আশা করি আপনার সমস্যার দ্রুতই সমাধান মিলবে আর আপনার "উবুন্টু"
> > অভিজ্ঞতা আনন্দময় হয়ে উঠবে।
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> > ২০১১<
> >
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-prof
> essionals
> > >"
> > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ
> > <http://toshazed.wordpress.com/>
> ।।
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > সদস্য, উবুন্টু বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
http://ubuntulibrary.wordpress.com/
আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
এবং ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list