[Ubuntu-BD] Fw: zte ac682 modem in ubuntu 10.04 (2.6.32-21-generic)

BABLU KISHOR bablukishor52 at yahoo.com
Tue Jan 24 19:43:17 UTC 2012


সাইফ ভাই,

চেষ্টা করেছি বহুবার। কিন্তু cd Desktop command দিলে আসে no such files or directory found. এবং তারপর আর এগুতে পারিনা। citycell customer care -এও গিয়েছি ২ দিন । ওনারাও হাল ছেড়েছেন।তারপর বিভিন্নজনের সহায়তা নিয়ে হাতড়ে হাতড়ে এইটুকু এগিয়ে ঠিক কানেকশন পাওয়ার পূর্বমুহূর্তে এসে আটকে আছি। একটা plug n play usb modem-এর connection পেতেই এতো হ্যপা কেন? এটা কি আমার modem-এর সমস্যা, নাকি আমার operating system-এর সমস্যা? নিশ্চয় আপনার মতো অন্যরাও এই modem কিনে সহজেই
 connection পেয়েছেন, না হলে তো আরো অনেকেই এই লিস্টে একই নমস্যা নিয়ে মেইল করতেন।বিষয়টা বুঝে উঠে পারছিনা।



________________________________
 From: Md. Saef ullah Miah <md.saefullah at gmail.com>
To: BABLU KISHOR <bablukishor52 at yahoo.com>; Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com> 
Sent: Tuesday, January 24, 2012 11:38 PM
Subject: Re: [Ubuntu-BD] Fw: zte ac682 modem in ubuntu 10.04 (2.6.32-21-generic)
 

I have connected this modem using the attached instructions with this modem. please follow the instructions again.


2012/1/24 BABLU KISHOR <bablukishor52 at yahoo.com>


>
>
>----- Forwarded Message -----
>From: BABLU KISHOR <bablukishor52 at yahoo.com>
>To: সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>Sent: Tuesday, January 24, 2012 6:06 PM
>Subject: Re: [Ubuntu-BD] zte ac682 modem in ubuntu 10.04 (2.6.32-21-generic)
>
>
>রিং ভাইয়া, 
>
>আমরা  মডেম কানেকশনের সর্বশেষ message টা এরকম-
>
>
>
>bablukishor at bablukishor-laptop:~$ sudo wvdial citycell
>
>--> WvDial: Internet dialer version 1.60
>--> Cannot get information for serial port.
>--> Initializing modem.
>
>--> Sending: ATZ
>ATZ
>OK
>--> Sending: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
>
>ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
>OK
>--> Modem initialized.
>--> Sending: ATDT#777sudo
>--> Waiting for carrier.
>ATDT#777sudo
>OK
>CONNECT 3100000
>--> Carrier detected.  Starting PPP immediately.
>--> Starting pppd at Mon Jan 23 00:55:00 2012
>--> Pid of pppd: 2906
>--> Using
> interface ppp0
>--> pppd:  z[18] [10]{[18]
>--> pppd:  z[18] [10]{[18]
>--> pppd:  z[18] [10]{[18]
>--> pppd:  z[18] [10]{[18]
>--> Disconnecting at Mon Jan 23 00:55:04 2012
>--> The PPP daemon has died: Loopback detected (exit code = 17)
>--> man pppd explains pppd error codes in more detail.
>--> I guess that's it for now, exiting 
>--> The PPP daemon has died. (exit code = 17)
>কোন সাজেশন থাকলে জানাবেন।
>
>
>
>
>________________________________
> From: সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>To: BABLU KISHOR <bablukishor52 at yahoo.com>; Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
>Sent: Saturday, January 21, 2012 12:14 AMা
>
>Subject: Re: [Ubuntu-BD] zte ac682 modem in ubuntu 10.04 (2.6.32-21-generic)
>
>
>
>প্রিয় বাবলু কিশোর ভাই
>
>
>২০ জানুয়ারী, ২০১২ ৪:১৪ pm এ তে, BABLU KISHOR <bablukishor52 at yahoo.com> লিখেছে:
>
>সাজেদুর রহিম ভাই,
>>
>
>আমার ডাকনাম 'রিং'। আমাকে 'রিং' নামে ডাকলে বেশী স্বাচ্ছন্যন্দবোধ করবো।
> 
>বিষয়টি আমার অজ্ঞতাপ্রসূত এবং অনিচ্ছাকৃত ভুল।আমি তো computer অনেকটা হাতড়ে হাতড়ে শিখেছি- হাতুড়েও বলতে পারেন, যার জন্য কিছু অনিচ্ছাকৃত প্রমাদ ঘটিয়ে বসি।
>
>ব্যাপার না। আপনাকে এ বিষয়ে যথেষ্ট সহযোগীতা আর আন্তরিকতার মাধ্যমে এগিয়ে নিতে আমরা তো রয়েইছি।
> 
>আমার wvdial configuration-টা হুবহু সুমন ভাইয়ের টিউটোরিয়াল থেকে copy & past.
>>[Dialer citycell]
>>Init1 = ATZ
>>Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
>>Stupid Mode = 1
>>Modem Type = Analog Modem
>>Command Line = ATDT
>>ISDN = 0
>>New PPPD = yes
>>Phone = #777sudo
>>Modem = /dev/ttyUSB0
>>Username = waps
>>Password = waps
>>Baud = 460800
>>
>>সাজেশন থাকলে জানাবেন।
>>
>
>আপনি #777sudo থেকে sudo টুকু বাদ দিয়ে সেটিংস সেভ করে নিয়ে করে ডায়াল করে দেখেন তো। কি হয়?
>
>ধন্যবাদ।
>--
>রিং
>+8801671411437
>
>মহাসচিব
>ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
>প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১" ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ ।। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ ।। সদস্য, উবুন্টু বাংলাদেশ
>
>--
>Ubuntu Bangladesh
>https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Me on Wordpress


More information about the ubuntu-bd mailing list