[Ubuntu-BD] উবুন্তুতে বাংলা লেআউট

Shabab Mustafa shabab at linux.org.bd
Mon Jan 23 18:23:01 UTC 2012


@আশিকুর নূর;

আমারই বোধহয় প্যাঁচ লেগে গেছে। অন্য এক জায়গায় অ্যান্ড্রয়েডে জন্য অভ্র
ফোনেটিক লাগবে বলে পাবলিকলি যে ভঙ্গিতে আমার উপর চাপ দিচ্ছেলেন তাতে আমার
ধারণা হয়েছিল আপনি বুঝি খুব ভাল করেই জানেন অভ্র কাদের সফটওয়্যার। যাইহোক,
এইখানে আর কথা না বাড়াই। পরবর্তীতে আমি মনে রাখতে চেষ্টা করব।

---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list