[Ubuntu-BD] উবুন্তুতে বাংলা লেআউট

sagir khan sagir42 at gmail.com
Fri Jan 20 14:09:50 UTC 2012


 আমি অভ্র ইজি ব্যবহার করি। এটা সম্ভবত সবচাইতে কম ব্যবহার করা হয়।

২০ জানুয়ারী, ২০১২ ৮:০৭ pm এ তে, Samir Hasan <sam1487 at gmail.com> লিখেছে:

> আপনারা বাংলা লেখার জন্যে কোন লোআউট ব্যবহার করে থাকেন? উবুন্তুতে কোন লেআউট
> সবচেয়ে বেশী ব্যবহৃত হয় এই ব্যপারে আমি একটু ধারনা পেতে চাচ্ছি।
>
> --
> samir
> { www.incurlybraces.com }
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list