[Ubuntu-BD] zte ac682 for ubuntu 10.04 সাহায্য চাই

Ajom Mahmud ajomraj at gmail.com
Mon Jan 16 06:50:06 UTC 2012


বাবলু কিশোর ভাই,
ব্যাপারটা আমিও খেয়াল করেছি, আপনি রিং ভাইয়ের পরামর্শমত ইমেজ ফাইলগুলো আপলোড
করে তারপর লিংক দিন তাহলে আমাদের সবার সুবিধা হবে।

বিণত
আজম



2012/1/16 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় বাবলু কিশোর
>
> মেইলিং লিস্টে আপনি সরাসরি কোন অ্যাটাচমেন্ট পাঠালে সেটা আসবে না। আপনি
> ছবিগুলো কোন ছবি শেয়ারিং সাইট (পিকাসা, ফ্লিকার ইত্যাদি) এ আপলোড করে এখানে
> সেই ছবিগুলোর লিংক শেয়ার করতে পারেন। তাহলে আমাদের জন্য সুবিধা হবে।
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> ২০১১<
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list