[Ubuntu-BD] বাংলা উইকিপিডিয়ায় উবুন্টু বিষয়ক নিবন্ধ সাম্প্রতিকীকরণ

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Fri Jan 13 09:19:18 UTC 2012


আমি করতে ইচ্ছুক, কিন্তু উইকি তে কাজ করার আমার কোন অভিজ্ঞতা নেই। আমি কিভাবে
করতে পারি। কেউ যদি আমার মতন সবাইকে গাইড লাইন দিতো, যেমনটা পেয়েছিলাম উবুন্টু
চালানোর সময় তাহলে খুব উপকার হত।

বি:দ্র: জীবনে একবারই কোন সাইটে ব্যান খাই, যা ছিলো উইকি সাইটে। তাই উইকিতে
কাজ করতে একটু ভয় লাগে।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<https://wiki.mozilla.org/ReMo>
01611151550




2012/1/13 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> প্রিয় বন্ধুগণ,
>
> আপনারা জানেন বাংলা উইকিপিডিয়ায় উবুন্টু নিয়ে একটি নিবন্ধ রয়েছে।
> (http://bn.wikipedia.org/wiki/উবুন্টু_(লিনাক্স_ডিস্ট্রিবিউশন)
> ) এই নিবন্ধটি মূলত উবুন্টু নিয়ে ইংরেজি নিবন্ধটির বাংলা অনুবাদ (
> http://en.wikipedia.org/wiki/Ubuntu_(operating_system) ) । সময়ের পরিক্রমায়
> ইংরেজি নিবন্ধটি সমৃদ্ধ এবং তথ্য আপডেট হয়েছে ঠিকই কিন্তু বহুদিন ধরেই বাংলা
> নিবন্ধটি সাম্প্রতিকীকরণ করা হয় নি। উবুন্টু-র বাংলাদেশী লোকো টিম হিসেবে
> আমাদেরই এই কাজটি করার সুযোগ সব চেয়ে বেশি।
>
> বাংলা উইকিপিডিয়া বর্তমানে বাংলা ভাষার সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ। এই
> বিশ্বকোষে উবুন্টু সম্পর্কিত তথ্যগুলো বাংলায় আপডেট করা জরুরি। এই কাজটি করার
> জন্য কমিউনিটির স্বেচ্ছাসেবকদের আহবান জানাচ্ছি।
>
> ধন্যবাদ।
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list