[Ubuntu-BD] WiMax and Linux
Md Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Sun Jan 1 05:29:48 UTC 2012
বছরের প্রথম দিনই বিতর্ক দেখতে হচ্ছে, সারা বছর না জানি কি চলবে এই লিস্টের
উপর দিয়ে, @রিং ভাই এবং নির্ঝর আপনাদের নিজেস্ব বিরোধ পাবলিক লিস্টে কেন নিয়ে
আসেন, মানুষ এই লিস্টে আসে কিছু সাহায্য পেতে, আর আপনাদের এই ঝগড়া দেখে অনেকে
চলে যায়, অনিরুদ্ধ এবং রাহিদ এর বড় প্রমান।
আশা করি নতুন বছরে এই লিস্টে কোন ঝগড়া আমরা দেখব না, আশা করি।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
2048R/89C932E1<http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1>
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550
2012/1/1 Kabbo Sarker <kabyaa1 at gmail.com>
> আশা করি আপনাদের বিতর্ক শেষ হয়েছে! Happy new year to you all.
>
>
> On Sun 01 Jan 2012 10:35:35 AM BDT, সাজেদুর রহিম জোয়ারদার wrote:
>
>> প্রিয় নির্ঝর
>>
>>
>> ও আরেকটা ব্যাপার, তারা তো ব্যবস্থা করেই রেখেছে, তাহলে অতিশীঘ্রই দূরীভুত
>>> হবে বললেন কেন? হয়ে তো গেছেই। লিঙ্ক দিয়ে দিতেন ছেলেটাকে।
>>>
>>>
>> আমার ঠিক আগের মেইলটাতেই সাজ্জাদ হোসাইন এই বিষয়ে একটা লিংক দিয়েছেন। তাই আমি
>> আর বাড়তি কোন লিংক এখানে কাব্য সরকারকে দিইনি। আর যেহেতু নতুন একটা
>> প্রতিষ্ঠান
>> সেবা নিয়ে আসছে তাই মন্তব্যে বলেছিলাম যে -- অতিশীঘ্রই তাঁর সমস্যাটা দূরীভুত
>> হবে (হার্ডওয়্যার জনিত কেননা মার্কেটে নতুন পন্য (লিনাক্স সাপোর্টেড) আসবে
>> এবং
>> সফটওয়্যার জনিত কেননা ইতোমধ্যে একটা ব্যবস্থা সুলভ রয়েছে)।
>>
>>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/**mailman/listinfo/ubuntu-bd<https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
More information about the ubuntu-bd
mailing list