[Ubuntu-BD] উবুন্টু আগামী সংস্করন টেস্ট এবং বাগ রিপোর্টিং (উবুন্টু গ্লোবাল জ্যাম)

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Tue Feb 28 03:34:15 UTC 2012


প্রিয় নূর

আইডিয়া এবং পরিকল্পনাটা চমৎকার।

রেজিষ্ট্রেশন ফর্মে একটা ফিল্ড যোগ করো। পাওয়ার কর্ড/স্ট্রীপ/ক্যাবল আনতে বলো,
যাঁর যতটুকু আছে। তাহলে বিদ্যুৎতের একটিমাত্র উৎস থেকেই আয়োজনের সকল
অংশগ্রহনকারীর চাহিদা পূরন করা সম্ভব হবে।

২৮ ফেব্রুয়ারী, ২০১২ ৯:২১ am এ তে, Md Ashickur Rahman Noor <
ashickur.noor at gmail.com> লিখেছে:

> দুঃখিত ছুটে গিয়েছিল
>
> স্থান: টিএসএটি (যেখানে ওয়াইফাই পাওয়া যাবে)
> তারিখ: ০২-০৩-২০১২
> সময়: দুপুর ৩:০০ - সন্ধ্যা ৬ টা
>

এই বিষয়ে আমার মতামত হলো দুপুরের খাবারের পরপর অবস্থান দখল করা। সম্ভব হলে
দুপুর ১২ টা থেকে আস্তে আস্তে অবস্থান নিতে থাকা।

কেননা এমনিতেই টিএসসি'র এই ওয়াইফাই জোনটুকু "ফেইসবুক জনতা"র দখলে থাকে।
দুপুরের খাবার সময়টুকু শুরু হয় ১২ টা থেকে আর চলে ২:৩০ অবদি। আর তাই এই সময়টাই
ফাঁকা হয় এই ওয়াইফাই জোন। যদি অংশগ্রহনকারীরা সবাই মিলে আস্তে আস্তে বসতে
পারেন তবে জায়গার সাথে সাথে নেট ও বিদ্যৎতের সুবিধা নিশ্চিত করা সহজতর হবে।

আশা করি অায়োজনে অংশ নিতে আগ্রহীজনেরা বিষয়টা সক্রিয় বিবেচনায় রাখবেন।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ


More information about the ubuntu-bd mailing list