[Ubuntu-BD] উবুন্তুতে মাউস আর কিবোর্ড কানেকশন পাচ্ছেনা

Monira Akter monira_cse109 at yahoo.com
Mon Feb 27 18:46:33 UTC 2012


ভাইয়া,এট্টু আগে উবুন্তুর লাইভ সিডি দিয়ে ট্রাই করলাম।আম্র সব কিছু উবুন্তুর ডেস্কটপ এ ছিল।লাইভ বুটে তো কিছুই আসে না।:(:(


________________________________
 From: সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com> 
Sent: Monday, February 27, 2012 11:52 PM
Subject: Re: [Ubuntu-BD] উবুন্তুতে মাউস আর কিবোর্ড কানেকশন পাচ্ছেনা
 
প্রিয় সাজ্জাদ
২৭ ফেব্রুয়ারী, ২০১২ ১১:৩৫ pm এ তে, Sazzad Hossain <sazzadais at gmail.com>লিখেছে:

> এতবার From vut v.. লেখার মানে কি????
>

আসলে উনি ওনার সিস্টেমের স্ক্রীনশট/ছবিগুলো আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন।
কিন্তু মেইলিং লিস্টে যে ছবি সংযুক্তিতে দেয়া যায় না সেটা বোধহয় ভুল
গিয়েছিলেন। ওইজন্যে শুধু লেখাটুকুই এসেছে, ছবি হাওয়া। :)

প্রিয় মুনিরা
২৭ ফেব্রুয়ারী, ২০১২ ১১:৩১ pm এ তে, Monira Akter
<monira_cse109 at yahoo.com>লিখেছে:

> ওয়েল,পার্টেড ম্যাজিক দিয়েই কি ব্যাকাপ রাখা যাবে?আমি আগে কখনো ইউজ করিনি।:(
>

হুমম। আপনি সিডি থেকে লাইভবুট করেই দেখুন। বাকীটা বুঝে যাবেন। আপনি আপনার
প্রয়োজনীয় নথিপত্রগুলো বেছে বেছে আপনার সিস্টেমেরই অন্য কোন পার্টিশনে অথবা
পেনড্রাইভে কপি/ব্যাকআপ করে নিন।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list