[Ubuntu-BD] [Off Topic] BDWiMaxUsage-cli
shiplu
shiplu.net at gmail.com
Fri Feb 24 11:06:02 UTC 2012
কিছু দিন আগে নিজের প্রয়োজনেই ওয়াইম্যাক্স ইউসেজ দেখার জন্য একটা
স্ক্রিপ্ট লিখলাম। এর আগে অনেকেই এরকম লিখেছিল। পার্থক্য শুধু এটাই যে
BDWiMaxUsage-cli শুধু মাত্র কমান্ড লাইনে কাজ করে।
পরপর দুমাস ইউসেজ লিমিট অতিক্রান্ত হবার পর হুশ হল যে ইউসেজ লিমিট মনিটর
করা দরকার। তাই লেখা।
এই লিস্টে সংবাদটা দিচ্ছি কারণ এটাই একমাত্র যায়গা যেখানে সবাই লিনাক্স
ইউজ করে এবং টার্মিনাল খুলতে পারে। :D
অন্য কোথাও শেয়ার করলে এটা কেন GUI না সেই অভিযোগই শুনতে হবে। এটা গিকদের
জন্য। যারা গিক তারা টার্মিনালকে ভয় পায় না। বরং সবসময় একটা টার্মিনাল
খুলে রাখে।
তাই টার্মিনালে হুট করে একটা কমান্ড লিখে ইউসেজ দেখা কোন সমস্যাই না।
বাকিদের জন্য সমস্যা।
যাই হোক, এখানে স্ক্রিপ্ট আছে দুটা। blionbal ও qubeebal. ডাউনলোড করা
যাবে https://github.com/shiplu/BDWiMaxUsage-cli/ থেকে।
অনেকেরই হয়ত README পড়ার ধৈর্য নেই। তাদের জন্য README.md ফাইলের
কন্টেন্টটা এখানেই পেস্ট করে দিলাম।
## WiMax Connection Balancce Checker for Bangladesh
Programs distributes with this package 'blionbal' and 'qubeebal'
checks the remaining balance for Banglalion and Qubee WiMax ISPs.
This is a program that runs on console and gives output on standard
out. Its for those who uses limited plan. It will not work for
unlimited plan users.
### Install
Put both the *bal or the one whose connection you are using into a directory.
### Running
Run then like following,
bash blionbal USERNAME PASSWORD # for Banglalion
And
qubeebal USERNAME PASSWORD DATA-LIMIT # for Qubee
Wait some time. It will show the result in Console.
###Usage
When you run these programs it would requires some parameters. They are
- USERNAME user id for the connection
- PASSWORD password for the connection. Banglalion uses `123456` for every user.
- DATA-LIMIT data limit for your package. If your package has 12 GB
data limit you can specify it as `"12 GB"` (with quotation) or `12GB`
or `12,288 MB`
**Note:** *Only* `qubeebal` has an extra parameter `DATA-LIMIT`.
The background color of the output is changed according to the size
remaining. It can be configured by directly editing the executable.
Try to find lines like following
## Put size in MB
RED=256
YELLOW=512
GREEN=1024
It means it will show background color in RED if remaining size is
less than 256 **MB**. If the size is between 255-511, color will be
yellow. For the rest Color will be green(default), Remember, the size
specified here is in **MB**. When you edit dont put any spaces(` `)
arround `=` sign.
--
Shiplu.Mokadd.im
ImgSign.com | A dynamic signature machine
Innovation distinguishes between follower and leader
More information about the ubuntu-bd
mailing list