[Ubuntu-BD] উবুন্টু/কুবুন্টুর বাংলা টিউটোরিয়াল লেখা শুরুর ব্যাপারে আহবান...
M. Adnan Quaium
adnan.quaium at ubuntu-bd.org
Thu Feb 23 05:01:49 UTC 2012
আধরা প্রজেক্টগুলো বেশ বিশাল বিশাল ছিল, কিন্তু টিউটোরিয়াল লেখার কাজটা খুব
একটা বিশাল কিছু না। বরং হরহামেশা সবাই টিউটোরিয়াল লেখে। ফলে এই কাজটা সম্পন্ন
করা তুলনামূলকভাবে সহজ বলেই আমার ধারণা। তাছাড়া
http://adnan.quaium.com/ubuntuএ আমি নিজে যা লিখেছিলাম সেটাকেই ঘষেমেজে
পরবর্তী ভার্সনের জন্য টিউটোরিয়াল
লেখা সম্ভব - খুব বেশি পরিশ্রম দেয়ারও দরকার নেই।
2012/2/23 Tareq Mohammad <tareq.mhd at gmail.com>
> ভিডিও টিউটোরিয়ালের বিষয়টা ভাল, এ নিয়ে এগুনো যায়। স্ক্রীণশটের দায়িত্ব একজন
> নিলেই হবে। একই রকম স্ক্রীণশট নেয়া সম্ভব হবে তাহলে। একসময় ম্যাভেরিকের
> টিউটোরিয়াল তৈরীর দায়িত্ব নিয়েছিলাম আমরা অনেকে, সেটি আলোর মুখ দেখেনি। এবারো
> এমন কিছু হবে না তার নিশ্চয়তা কি ? কাজে নামলে তা শেষ করার বাসনা নিয়ে নামতে
> হবে।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
More information about the ubuntu-bd
mailing list