[Ubuntu-BD] উবুন্টু নিয়ে একটি কর্মশালা করার চিন্তা করছি, আইডিয়া দেন
Sazzad Hossain
sazzadais at gmail.com
Mon Feb 20 14:49:39 UTC 2012
সবগুলো Idea ভাল লেগেছে।
2012/2/20 sagir khan <sagir42 at gmail.com>
> একমত।
> আরেকটা বিষয় আমরা মাথায় রাখতে পারি। অনুষ্ঠানগুলো নতুন, বর্তমান ব্যবহারকারী
> ইত্যাদি দলে ভাগ করে করতে পারি। তাহলে সবার জন্যই উপকারী হবে।
> আর একি জিনিষ বার বার আসা সত্যিই বিরক্তিকর।
>
> ২০ ফেব্রুয়ারী, ২০১২ ৬:৩৩ pm এ তে, Junayeed Ahnaf Nirjhor <
> zombiegenerator at aol.com> লিখেছে:
>
> > On 02/20/2012 06:29 PM, sagir khan wrote:
> >
> >> এগুলো করলেও অনেক ভালো হবে। আমরা যারা এতদিন উবুন্টু ব্যবহার করেও এগুলো
> >> জানিনা তারা জানতে পারবো।
> >>
> >> আমি বলছিলাম নতুনদেরকে মাথায় রেখে।
> >>
> >>
> >>
> >> ব্যাপার হল, অনেকেই নতুন এবং আগেও কিছু জিনিষে এসেছে। একই জিনিষ বার বার
> > শুনতে তো কারো ভালো লাগে না। লিস্ট, কমিউনিটিতে মানুষকে আগ্রহী করে তুলতে
> হলে
> > এই পুরানো কথা বাদ দিয়ে নতুন ইনিশিয়েটিভ নিতে হবে যাতে সবাই আগ্রহী হয়।
> >
> > আজ থেকে প্রায় ৩ বছর আগে বন্টু মিন্টুর আড্ডাতে (ভুল হতে পারে, ২ বছর মনে
> হয়)
> > কি অসাধারণ দর্শক সমাগম হয়েছিল মনে আছে, পরে আর এমন হয় নাই কারণ ঐখানে মানুষ
> > নতুন কিছু পেয়েছিল, পরে যেখানেই গিয়েছে তাতে একই জিনিষ বার বার দেখছে। আর
> > কতদিন মানুষ এক জিনিষ ঘুরায় ফিরায় দেখবে?
> >
> > তাই আর কি, নতুনভাবে চিন্তা করা যায়। ফেইল করতে পারে, তবে তাতেই বা কি?
> > পরিবর্তন সবসময়েই একটু কঠিন।
> >
> >
> > --
> > Junayeed Ahnaf Nirjhor
> > Core Developer Intern, Diaspora
> > Twitter - Nirjhor <http://twitter.com/nirjhor>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/**mailman/listinfo/ubuntu-bd<
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
> >
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
More information about the ubuntu-bd
mailing list