[Ubuntu-BD] উবুন্টু নিয়ে একটি কর্মশালা করার চিন্তা করছি, আইডিয়া দেন
sagir khan
sagir42 at gmail.com
Mon Feb 20 12:23:03 UTC 2012
ওয়ার্কশপে যে বিষয়গুলো আসতে পারে-
কিভাবে উবুন্টু শুরু করবেন?
কিভাবে ইনস্টল করতে হয়?
ডেস্কটপ পরিচিত।
সফটওয়্যার ইনস্টল এবং আনইস্টল করা।
অফলাইনে সফটওয়্যার ইনস্টল করার পদ্ধতি।
জানালার বিকল্প সফটওয়্যারগুলোর তালিকা এবং তাদের ব্যবহার?
কমান্ড লাইন ব্যবহার করার কৌশল?
নেট সংযোগ। পারলে ব্রডব্যন্ড এবং মডেমতো অবশ্যই। উবুন্টুতে কোন কোন কম্পানির
মডেম ভালো চলে তা জানালে ভালো।
উবুন্টুর সুবিধাগুলো।
এই থাক। এগুলো হাতে কলমে দেখাতে পারলে নতুন যারা আসতে চাচ্ছে তােদর সংশয় ৯০
ভাগ কেটে যাবে বলে আশা করি।
১৬ ফেব্রুয়ারী, ২০১২ ৮:০৫ am এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
> আপনার মেইলটা সম্পূর্ণ না। আপনি বলেছেন ওয়ার্কশপ করবেন। আমাদের আইডিয়া চাওয়ার
> আগে আপনর কিছু আইডিয়া শেয়ার করা উচিত যাতে করে আমরা বুঝতে পারি কোন ধরনের কাজ
> করতে চাচ্ছেন। কি কি করতে চাচ্ছেন।
>
> ৬ ফেব্রুয়ারী, ২০১২ ১০:০৫ am এ তে, Md Ashickur Rahman Noor <
> ashickur.noor at gmail.com> লিখেছে:
>
> প্রায় ৭ দিন আগে মেইল টি করেছিলাম। একজন ছাড়া কেউ কোন উত্তর দেয় নাই। সবারই
>> ব্যবস্ততা আছে তা মানি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমাদের কমিউনিটির জন্য কাজ
>> করতে হবে।
>>
>> যাই হোক আজকে UIU তে যাবো কর্মশালা নিয়ে কথা বলতে। দোওয়া করবেন।
>> ----------------------------------------------------------
>> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
>> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
>> Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
>> Reps<https://wiki.mozilla.org/ReMo>
>> 01611151550
>>
>>
>>
>>
>> 2012/1/31 Md. Ali Hossain <ali_2008bd at yahoo.com>
>>
>> > Vai how are you ? You can arrange in our CSE Dept.
>> > February 2nd week
>> > --------------------------------- Md. Ali Hossain (Rhidoy) Department of
>> > CSE Asian University of Bangladesh. ---------------------------------
>> >
>> >
>> > ________________________________
>> > From: Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
>> > To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
>> > Sent: Sunday, 29 January 2012 10:01 PM
>> > Subject: [Ubuntu-BD] উবুন্টু নিয়ে একটি কর্মশালা করার চিন্তা করছি, আইডিয়া
>> > দেন
>> >
>> > অনেক দিন মাথায় উবুন্টু নিয়ে একটি ওয়ার্কশপ করব এটি মাথায় খেলছে। কিন্তু কি
>> > করব, কোথায় করব, কিভাবে করব তা মাথায় আসছে না। আপনাদের সকলের চিন্তা ধারা
>> > এখানে শেয়ার করুন।
>> > ----------------------------------------------------------
>> > Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
>> > 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
>> > Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
>> > Reps<https://wiki.mozilla.org/ReMo>
>> > 01611151550
>> > --
>> > Ubuntu Bangladesh
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> > --
>> > Ubuntu Bangladesh
>> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
>
>
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list