[Ubuntu-BD] উবুন্টু/কুবুন্টুর বাংলা টিউটোরিয়াল লেখা শুরুর ব্যাপারে আহবান...
Md Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Mon Feb 20 08:48:20 UTC 2012
আমি আছি। কাঠামো দিন। আমাদের কাছে অনেক কিছুই লেখা আছে। তবে আমার মনে হয় কাজ
এখন থেকেই কাজ শুরু করা যাবে। কারন
PrecisePangolin/ReleaseSchedule<https://wiki.ubuntu.com/PrecisePangolin/ReleaseSchedule>এর
মতে ইউআই ফ্রিজ করা হয়েছে। আদনান ভাই কাঠামো টা কোন গুগল ডক্সে দিলে
সুবিধা
হয়। আমরা কাজ শুরু করতে পারতাম।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<https://wiki.mozilla.org/ReMo>
01611151550
2012/2/20 M. Adnan Quaium <adnan.quaium at ubuntu-bd.org>
> অবশ্যই করা সম্ভব। কাঠামো তৈরি করাই আছে, শুধু টাইপ করতে হবে, আর মাঝে মাঝে
> কিছু জিনিস চলতি ভার্সন অনুযায়ী পালটে দিতে হবে।
>
> আমি কিন্তু এখনো আশা করছি যে অনেকেই এ ব্যাপারে এগিয়ে আসবেন।
>
> 2012/2/19 sagir khan <sagir42 at gmail.com>
>
> > আমার পক্ষে করা সম্ভব এমন কোন কাজ থাকলে আমি রাজি আছি।
> >
> > --
> M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list