[Ubuntu-BD] উবুন্তুতে মাউস আর কিবোর্ড কানেকশন পাচ্ছেনা
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Wed Feb 15 17:49:50 UTC 2012
প্রিয় মনিরা আক্তার
১৫ ফেব্রুয়ারী, ২০১২ ১১:০২ pm এ তে, Monira Akter
<monira_cse109 at yahoo.com>লিখেছে:
> আমি এতদিন উবুনতু ১০.০৪ ইউজ করে আসছি। আমি অটো আপডেট দেয়ার পর এখন উবুন্তুতে
> মাউস বা কিবোর্ড কিছুই কানেকশন পাচ্ছে না।উইন্ডোজ এ সব ঠিক ভাবেই চলছে। প্লিজ
> হেল্প।
>
কানেকশান না পাবার মতো কিছু হবার সম্ভাবনা তো নাই। আপনি একটু খেয়াল করে দেখুন
ঠিক কখন আপনার কীবোর্ড এর নামলক/ক্যাপসলক/স্ক্রললক এর নির্দেশক বাতিগুলো জ্বলা
নেভা করছে অথবা শুধু জ্বলেই থাকছে কিংবা পুরোপুরিই জ্বলছে না।
কম্পিউটার চালু হবার সময়ে প্রাথমিকভাবে প্রতিটা হার্ডওয়্যারেই যখন তড়িৎচালনা
করা হয় তখন সবগুলো বাতিই জ্বলে উঠবার কথা। তৎপরবর্তী সিস্টেমের কার্নেল লোড
করবার সময় শুধুমাত্র কিবোর্ড চালু হবার কথা। পুরো সিস্টেম চালু হবার পর
গ্রাফিক্যাল ডিসপ্লে আসবার সময় কীবোর্ডে সাথে সাথে মাউসটিও কার্যকর হবার কথা।
আপনি এই বাতিগুলোর জ্বলা নেভা মনোযোগ দিয়ে খেয়াল করে জানান দিন। আর আপনার
উবুন্টুতে বুট হয়ে আসবার পর ঠিক যেখানে এসে আটকে যাচ্ছেন ঠিক ঐ সময়ে আপনার
মনিটরের একটা ছবি মোবাইল বা ক্যামেরা দিয়ে ধারন করে নিয়ে যে কোন ইমেজ শেয়ারিং
সাইট (পিকাসা, ফ্লিকার, ইমগুর) এ আপলোড করে এখানে ঐ ছবিটার লিংক দিন।
আশা করি দ্রুততম সময়ে আপনার উবুন্টু অভিজ্ঞতা পুনরায় আনন্দময় হবে।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন
মেলা<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list