[Ubuntu-BD] লিনাক্স মিন্ট ১২

Md. Enzam Hossain meenzam at gmail.com
Sat Feb 11 14:35:43 UTC 2012


লিনাক্স মিন্ট ১২ আমার কাছে উবুন্টু ১১.১০ এর থেকে অনেক গুণে ভাল লেগেছে।
আমার মতে লিনাক্স মিন্ট উবুন্টুকে ব্যবহার উপযোগী করেছে।
উবুন্টুতে নোম শেল সেটআপ দিয়েও মিন্টের মত সুন্দর ইন্টিগ্রেশন পাই নাই আর টুইক
গুলোও সুন্দর।
একটা ছোট্ট উদাহরণ - উবুন্টুতে শেল ব্যবহার করলে একটা অ্যাপ্লিকেশন চালু হওয়ার
পর তার মেনুবার আসতে একবার ফ্লিক করে (দেখলেই বুঝবেন), মিন্টে এ সমস্যা নেই।
আমি আগে মিন্ট পছন্দ করতাম না, কিন্তু উবুন্টুর অবস্থা দেখে এখন মিন্টকেই বেশি
ভালো মনে হয়েছে।

--Regards
Enzam


2012/2/11 Samir Hasan <sam1487 at gmail.com>

> উবুন্তুতে আমার যেই সমস্যাটা হয়, সবকিছু ডিসপ্লে করতে একটু সময় এবং রিসোর্স
> নেয়, এটা আমার ক্ষেত্রে ইউনিটিতে হচ্ছে। একটু ভাল পার্ফরমেন্স পাওয়ার জন্য আমি
> এতদিন ইউনিটি ২ডি ব্যবহার করি, কিন্তু তাতেও সবকিছু একটু স্লো চলছে। অথচ
> জিনোম‌‌‌‌‌ ৩ আমি খুব ভালভাবে চালাতে পারছি। আমার সমস্যাটা উল্টো জিনোমেই
> হওয়ার চান্স বেশি ছিল, কারন আমার মেশিন প্রায় ৩ বছর পুরোনো। এজন্য এখন সুইচ
> করার কথা ভাবছি। মিন্টে দেখলাম কিছু এক্সট্রা টুলস দিয়ে দিচ্ছে জিনোম ৩ এর
> পাশাপাশি, তাই এটা ট্রই করতে চাচ্ছি।
>
> 2012/2/11 Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at aol.com>
>
> > On 02/11/2012 05:52 PM, Jamal Uddin wrote:
> >
> >> লিনাক্স মিন্ট ১২। ব্যক্তিগতভাবে আমি ইউনিটি পছন্দ করি না।
> >>
> >> Best regards-
> >> *Md. Jamal Uddin
> >> *Gazipur 1751, Bangladesh*
> >> *======================
> >> FOSS Bangladesh Volunteer
> >> Linux Mint User, Ubuntu Translator
> >>
> >>
> >>
> >> On Sat, Feb 11, 2012 at 4:58 PM, Samir Hasan<sam1487 at gmail.com>  wrote:
> >>
> >>  লিনাক্স মিন্ট ১২ কি কেউ ব্যবহার করছেন? কেউ যদি মিন্ট ১২ এবং উবুন্তু
> ১১.১০
> >>> ব্যবহার করে থাকেন, এদুটোর মাঝে কোনটা ভাল লেগেছে একটু জানাবেন।
> >>>
> >>> ধন্যবাদ।
> >>> --
> >>> Samir
> >>> On the web: www.incurlybraces.com
> >>> --
> >>> Ubuntu Bangladesh
> >>> https://lists.ubuntu.com/**mailman/listinfo/ubuntu-bd<
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
> >>>
> >> Ubuntu is better IMO. Renovated my laptop. Then again Fedora is snappy
> > too.
> >
> > --
> > Junayeed Ahnaf Nirjhor
> > Core Developer Intern, Diaspora
> > Twitter - Nirjhor <http://twitter.com/nirjhor>
> >
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/**mailman/listinfo/ubuntu-bd<
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
> >
>
>
>
> --
> samir
> { www.incurlybraces.com }
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list