[Ubuntu-BD] উবুন্টু ১২.০৪ এ NetSpeed এর মতো সফটওয়ার আছে কি?

maya2k10 at gmail.com maya2k10 at gmail.com
Mon Apr 30 17:54:11 UTC 2012


উবুন্টু ১০.০৪ এ NetSpeed ব্যবহার করতাম। উপরের প্যানেলে মাথার উপর রেখে
দিতাম। যখনই নেট কানেক্ট হতাম, সঙ্গে সঙ্গে আপলোড ও ডাউনলোড স্পিড দেখানো
শুরু হযে যেত। ফলে কখন স্পিড বেশি, কখন স্পিড নেমে যাচ্ছে, তা সহজে বুঝতে
পারতাম। উবুন্টু ১২.০৪ এ এরকম কোন সফটওয়ার আছে কি?
একজন Bitmeter এর কথা বলেছেন। কিন্তু দেখলাম এটা তো অডিও সফটওয়ার !

-- 
Please avoid sending me Word or PowerPoint attachments. Use only open format.
See http://www.gnu.org/philosophy/no-word-attachments.html


More information about the ubuntu-bd mailing list