ডাউনলোড করে সেটআপ করলে ভাল হবে নাকি সরাসরি আপগ্রেড করলে ভাল হবে? দুইটার মধ্যে কী গুণগত কোনো পার্থক্য আছে? সরাসরি আপগ্রেট করলে নতুন করে সফটগুলা ইন্সটল দিতে হবে না, কিন্তু আশংকা করছি এইটা না আবার বাগি হয়ে যায়!