[Ubuntu-BD] মজিলা ফায়ারফক্স মিনুতে দেখা যাচ্ছে না।

Shabab Mustafa shabab at linux.org.bd
Fri Sep 30 18:58:39 UTC 2011


মেনুতে কি ফায়ারফক্সের কোন কিছুই দেখাচ্ছে না, নাকি পুরনো ভার্সনের লিংক
দেখাচ্ছে?
---
Shabab Mustafa



2011/10/1 sagir khan <sagir42 at gmail.com>

> সালাম
> সফটওয়্যার সেন্টার এবং সিন্যাপ্টিক প্যকেজ ম্যানেজারে মজিলা ফায়ারফক্স ইনস্টল
> দেখাচ্ছে। ভার্সন ৭.০.১। কিন্তু ইন্টারনেট মিনুতে এটি দেখা যাচ্ছে না। অন্য
> কোন
> মিনুতেও নেই। কয়েকবার রিমুভ-ইনস্টল করলাম কিন্তু কোন কাজ হচ্ছে না।
>
> গুগল করেছি কিন্তু কোন সমাধান পাইনি।
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list