[Ubuntu-BD] ব্লুটুথ দিয়ে ফাইল রিসিভ করলে কোন ফোল্ডারে জমা হয়।
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Tue Sep 27 10:06:17 UTC 2011
প্রিয় সগীর ভাই
২৭ সেপ্টেম্বর, ২০১১ ২:০৯ pm এ তে, sagir khan <sagir42 at gmail.com> লিখেছে:
> আমি উবুন্টু ১১.০৪ ব্যবহার করছি। আমার নকিয়ে ৫২৩৩ থেকে কিছু ছবি উবুন্টুতে
> নিয়েছি ব্লুটুথের মাধ্যমে। কিন্তু সমস্যা হল কোথায় ফাইলগুলো খুতে পাচ্ছি না।
> এমনকি ডাউনলোড ফোল্ডারেও নেই।
> ফাইলগুলো কোথায় জমা হচ্ছে?
>
আপনি আপনার ইউজারের হোম ডিরেক্টরির ভেতরে পাবলিক নামের ফোল্ডারটার ভেতরে একটু
খুঁজে দেখুন। ওখানে থাকার কথা।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list