[Ubuntu-BD] ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১” তে বাংলাদেশে উৎসব আয়োজন

Miah M. Hussainuzzaman mmhzaman at gmail.com
Wed Sep 21 15:56:35 UTC 2011


On Wed, Sep 21, 2011 at 7:17 PM, maSnun <masnun at gmail.com> wrote:

> তিনটা ডিস্ক ছিল:
> > ১। নপিক্স ৬.৭ - সিডি: ২০ টাকা।
> > ২। মিন্ট ১১ ক্যাটিয়া - ৮৬৭ মেবা ডিভিডিতে বার্ন করা: ৩০ টাকা
> > ৩। মিন্ট ১০ জুলিয়া - কাস্টমাইজ করা ৭.৭ গিগা ডুয়াল লেয়ার ডিভিডি: ৫০ টাকা
> >
>
> I think the pricing is pretty fair this time. So, I think there shouldn't
> be
> any complaints (though I personally appreciate free disc distributions but
> I
> do understand the costs). You may consider accepting some sponsors who
> might
> provide you with free discs to distribute.
>
>
> >
> > কেউ কেউ আছেন, উদ্দেশ্যমূলক ভাবে এই হার্ডওয়্যারের দাম নেয়া নিয়ে কটুক্তি
> > করেন।
> >
>
> I don't see any deliberate criticism. Mohammad Hasan said he didn't buy
> anything because he was running Ubuntu 11.10 already. Honestly, I don't see
> any blame here. May be you're being too protective here.
>
>
ওনার কথার প্রসঙ্গেই বিষয়টা এসেছিলো, কিন্তু এটা ওনার উদ্দেশ্যে বলিনি। বলেছি
আসলে পুরাতন স্মৃতিচারণ করে। আর সত্যি বলতে কি, এই লেখার সুত্র ধরে অন্য কেউ যে
এই আলোচনাটাকে অন্য পথে নিয়ে যাবে না সেরকম কনফিডেন্স পাচ্ছি না (ঘর পোড়া গরু,
সিঁদুরে মেঘ দেখলে ডরায়!)।

লেখাটি কোনক্রমেই ওনার উদ্দেশ্যে লেখা হয়নি। আশা করি ভুল বুঝাবুঝি থাকবে না। আর
ঠিকভাবে ব্যাখ্যা না করার জন্য দূঃখিত।

>
> > তাঁদের উদ্দেশ্যে একটাই কথা বলবো - সফটওয়্যার ফ্রী হলেও মূল উবুন্টু বা
> মিন্ট
> > বা নপিক্স বা অন্য কোন ডিস্ট্রোর সাইট থেকেই সিডি/ডিভিডি'র দাম এর চেয়ে ঢের
> > বেশি নেয়া হয় (ওসব দেশে ব্ল্যাংক সিডি/ডিভিডির মূল্যও বেশি)।
>
>
> Good point and I agree. Except that they make overseas shipment. They have
> to add the shipping charge as well. But we should not compare local sales
> to
> those offers. We don't have to pay that much shipping cost. In fact the
> buyer comes to us.


শিপিং খরচের ব্যাপারটা কী সেটা হয়তো আমি ঠিকমত বুঝিনি। তাই ডিস্ট্রোওয়াচ থেকে
দুইটা কোট করলাম:*
*

*Free Shipping* on orders over $20
*Professional Quality*
Click here to visit *OSDisc.com* now <http://distrowatch.com/pjkstlkadpbzg>
এখানে এক সিডি: ২.৩৫ ডলার।‌


*Free worldwide shipping* on DVD orders
*10% discount for returning customers*
Click here to visit *LinuxCD.org* now <http://distrowatch.com/qlqkshubqnxu>
এখানে এক ডিভিডির দাম ৪.৯৫ ডলার।


লিনাক্স মিন্টের সাইটে যদি ক্রয়ের অপশনে যান তবে আপনাকে on-disk.com সাইটে নিয়ে
যাবে, যেখানে এক সিডির দাম ১০ ডলার।
সেটার শিপিং খরচ সম্পর্কে তথ্য এমন:(
http://on-disk.com/product_info.php/manufacturers_id/70/products_id/1361#!tab4
)
Basic Shipping Costs:

(note: Orders of 3 or more items will be slightly more. Their actual cost is
shown during checkout.)

   -

   *USPS First-Class Mail* to US addresses - $2.07US for 1 disc in basic
   package, $2.36 for 2 discs. Delivery for most addresses is within 4 business
   days. Military and outlying possessions may be longer.
   -

   *First Class Mail International to Canada* - $2.07US for 1 disc in basic
   package, $2.36 for 2 discs. Most orders will arrive within 7 business days,
   but a minimum of two weeks should be allowed for shipping.
   -

   *First Class Mail International* to anywhere else in the World - $3.30US
   for 1 disc in basic package, $3.55 for 2 discs. Most orders will arrive
   within 2 weeks, but consideration should be given to the distance, Customs
   and the postal service in your country.



নপিক্সের সাইটে কী লেখা আছে দেখেন: (http://www.knoppix.net/get.php)
You can also buy Knoppix on CD or DVD, or other Linux CDs, for a small
amount - OSDisc.com has the latest Knoppix DVD for only
$1.95<http://www.knoppix.net/buy.php>,
they also have a free worldwide shipping deal if you order a few CDs. Buying
a disk via this link <http://www.knoppix.net/buy.php> earns us a few cents
that we use for the upkeep of this site.

কিন্তু ঐ সাইটে ঢুকে সিডি ২.৩৫ ডলার আর ডিভিডি ৫.৯৫ ডলার দেখলাম।


আসলেই শিপিং খরচ সহ-ই কি দামগুলো লেখা আছে কিংবা খুব সস্তা পড়ছে? আমরাও তো
দেশের মধ্যে কুরিয়ারে সিডি পাঠাই। স্থান ও প্যাকেজিং ভেদে ৩০ থেকে ৬০ টাকা
লাগে। সাথে নিজের কাজের ফাঁকে কুরিয়ারের দোকানে দৌড়ানি আছেই, প্যাকেট করার
ঝক্কি আছে।

>
> > সিডি/ডিভিডিগুলো একান্তই নতুনদের জন্য। এছাড়া পুরাতনরাও অনেকক্ষেত্রে সিডি
> > বার্নের ঝামেলা এড়াতে এখান থেকে সংগ্রহ করেন (যেমন আমি নিজেই -- আমার বাসায়
> > ডেস্কটপে কোন সিডি রাইটার নাই। ল্যাপটপের ড্রাইভটাও নষ্ট হয়েছে কয়েক বছর
> > আগে।)।
> > আর ডাউনলোডের ঝামেলা এড়ানোর প্রয়োজনে সরাসরি আইএসও USBড্রাইভ এনে ওতে কপি
> করে
> > নিতে পারতেন।
> >
> >
> He mentioned he's using the latest version, don't know how useful those
> ISOs
> would have been for him.
>

হুঁ, সিডি কিংবা ইউএসবি নেয়ার বিষয়টা ওনার জন্য প্রযোজ্য ছিল না। কিন্তু যদি
দামটা ঠিকভাবে জানাতেন তাহলে আমার অযথা এই মেইল লিখে আপনাদের সময় নষ্ট করার
প্রয়োজন হত না।


> I particulary liked the idea of "Installation booth". Was it free to
> install
> the operating systems? I think the initiative is worth following in other
> events as long as it is free.
>
>
আমরাও প্রতিনিয়ত শিখছি। এটা ফ্রী-শ্রম ছিল। আশা করি ভবিষ্যতেও এমন থাকবে।
আইডিয়াটা রেভুলুশন ওএস মুভিতে পেয়েছিলাম।

>
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


- শামীম।


More information about the ubuntu-bd mailing list