[Ubuntu-BD] ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১” তে বাংলাদেশে উৎসব আয়োজন

Sazzad Hossain sazzadais at gmail.com
Sun Sep 18 05:53:14 UTC 2011


TSC তে হইলে ভাল হইত ।
কি আর করার পরীক্ষা আর আসিন্মেন্ত এর .............

2011/9/18 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>

> সকাল ১০ টায় বাংলাদেশের জাতীয় সংগীত এবং সফটওয়্যার মুক্তি দিবস এর গান দিয়ে
> আয়োজন শুরু করা হয়। এরপর সফটওয়্যার মুক্তি দিবস এর  রিচার্ড স্টলম্যানের ভিডিও
> চিত্র বাংলায় অনুবাদ করে দেখান হয় (এফওএসএস বাংলাদেশ কর্তৃক বাংলায়
> অনুবাদকৃত)।
> এরপর আসল অনুষ্ঠান শুরু হয়। অংশগ্রহনকারীদের জন্য সারাদিন ব্যাপী ছিল ছিল
> সেমিনার এবং বিভিন্ন শেসন--
>
> সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার আর লিনাক্স
> ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলেছে
> এবং
> এ আয়োজন সবার জন্য উন্মুক্ত ছিলো। দিনব্যাপী আয়োজনে আরো ছিলো ওপেন সোর্স এবং
> লিনাক্স নিয়ে বিভিন্ন তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী এবং সেমিনার।
> সেমিনারে
> লিনাক্স ইন্সটলেশন নিয়ে আলোচনা করেন এবং ডেমো দেন এফওএসএস বাংলাদেশের
> স্বেচ্ছাসেবক আশিকুর রহমান নূর, ইন্টারনেট কানেকশন সেটিংস বিষয়ে আলোচনা করেন
> এফওএসএস বাংলাদেশের মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার, গিম্প দিয়ে ফটো এডিটিং
> বিষয়ে আলোচনা এবং ডেমো দেন স্বেচ্ছাসেবক সোহানুর রহিম জোয়াদার। এরপর দুপুর
> দেড়টা থেকে মধ্যান্হ বিরতিতে দর্শকদের সাথে মত বিনিময় করা হয় এবং প্রচার করা
> হয়
> লিনাক্স ওএস নিয়ে জেটিএস ম্যুর এর বিশেষ চলচ্চিত্র ''রেভুল্যুশন ওএস''। বিকাল
> ৩টায় আবারো সেমিনার শুরু হয় এবং এবার লিব্রে অফিস এবং লিব্রে ক্যাড
> সফটওয়্যারের
> ব্যবহার নিয়ে আলোচনা এবং ডেমো দেন এফওএসএস বাংলাদেশের তথ্য ও গবেষণা সচিব ডঃ
> মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান শামীম। এরপর লিনাক্স মিন্ট ব্যবহার করে দৈনন্দিন
> কাজকর্মের উপযোগীতা বিষয়ে আলোচনা করেন এফওএসএস বাংলাদেশের সভাপতি জনাব জেড এম
> মেহেদী হাসান। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব এবং এ পর্ব চলে প্রায়
> ঘন্টব্যাপী।
>
> এবারেই প্রথমবারের মতো আয়োজনে ছিলো ''লিনাক্স ইন্সটলেশন ও সাপোর্ট বুথ''।
> যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের
> ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল
> পরবর্তী প্রয়োজনীয় সেটিংসগুলো করে দিয়েছেন। এছাড়াও আয়োজনস্থলে বিভিন্ন জনপ্রিয়
> লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভ বা পছন্দের মিডিয়াতে অথবা সিডি/ডিভিডিতে
> বিতরনের ব্যবস্থা ছিলো। আরও ছিল ওয়াইফাই জোন, iso সংগ্রহ করার বুথ এবং সিডি
> ডিভিডি সংগ্রহ করার বুথ।
>
> আয়োজনের কিছু ছবি <http://goo.gl/photos/FWMgtFLNZX>
>
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Thank you
> Md Ashickur Rahman
> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
>
>
>
>
> 2011/9/14 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
>
> > চলে আইসেন আপনার সাথে দেখা করার বড্ড শখ।
> >
> > ----------------------------------------------------------
> > Dedicated Linux Forum in Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> > Thank you
> > Md Ashickur Rahman
> > Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
> >
> >
> >
> >
> > 2011/9/13 Pritimoy Das <pritimoydas at gmail.com>
> >
> >> Very good news. Thanks for sharing. I hope i shall join.
> >>
> >> --
> >> Dr. Pritimoy Das
> >> MBBS, MPH (Dhaka University)
> >> Public Health Specialist
> >> Medical Officer
> >> International Center for Diarrhoeal Disease Research Bangladesh
> (ICDDR,B)
> >>
> >> My Blog: http://apnardactar.wordpress.com/
> >>
> >> --
> >> Ubuntu Bangladesh
> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >>
> >
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list