[Ubuntu-BD] ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১” তে বাংলাদেশে উৎসব আয়োজন

Miah M. Hussainuzzaman mmhzaman at gmail.com
Tue Sep 13 13:41:35 UTC 2011


কাকলি থেকে বনানী/গুলশান-২ এর দিকে সামান্য একটু এগোলে হাতের ডানে অন্যান্য
ইউনিভার্সিটিগুলো যেখানে, সেখানেই। এই ভবনে আগে নর্থ সাউথ ইউনি'র আর্কিটেকচার
ডিপার্টমেন্ট ছিল। এখন প্রেসিডেন্সির ECE ডিপার্টমেন্ট।

ঠিকানা ১০ কামাল আতাতুর্ক। ২য় তলায় ব্র্যাক ব্যাংক আছে, যা কামাল আতাতুর্ক থেকে
সহজেই চোখে পড়ে। পোস্টঅফিসের মোড়ের দিক থেকে এটা ২য় বিল্ডিং। তবে প্রবেশপথ
কামাল আতাতুর্কে না, বরং পেছনের রাস্তায়।

খুবই সাদামাটা একটা ভবন। এমনকি প্রেসিডেন্সির নামটাও চোখে পড়ে না অনেক সময়। তবে
এখন চলমান লিফট ইনস্টলেশনের কাজের ফলে সামনে ভাঙ্গাচোরা অংশের কারণে সহজেই চোখে
পড়বে। ;-) আর এর পাশে ৩য় তলা থেকে অনুষ্ঠানের জন্য লম্বা একটা ব্যানারও ঝুলানো
হবে।

- শামীম।

On Tue, Sep 13, 2011 at 7:24 PM, Mohammad Hasan <sabbir2world at aol.com>wrote:

> Registration link click korle "Disallowed Key Characters." dekhasse...Pls
> help ar vai
>
>
> প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয় kothai? Bonani theke kon dihe jete hobe?
>
> Thanks
> Sabbir Hasan
>
>
>
>
>
>
>
>
>
> -----Original Message-----
> From: Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
> Sent: Tue, Sep 13, 2011 4:46 pm
> Subject: Re: [Ubuntu-BD] ``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১” তে বাংলাদেশে উৎসব
> আয়োজন
>
>
> *``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১'' <http://tiny.cc/FRDBDP>* নিবন্ধন।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Thank you
> Md Ashickur Rahman
> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
>
>
>
>
> 2011/9/13 Md. Ibrahim Husain <meraj73 at gmail.com>
>
> > Bhai, where the registration link?
> >
> > On 9/13/11, Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com> wrote:
> > > মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার
> > > ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত
> > > সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং
> > মানোন্নয়ন
> > > করতে উৎসাহ প্রদান করে। আশির দশকের শুরুর দিকে রিচার্ড স্টলম্যান এই
> দর্শনকে
> > > বাস্তবায়নের জন্য গ্নু(GNU) প্রকল্প শুরু করেন। এজন্যেই তাঁকে এই
> আন্দোলনের
> > > প্রবক্তা হিসাবে গণ্য করা হয়। এই আন্দোলন কে তরাণ্বিত করতে ২০০৪ সাল থেকে
> > > প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবারে পালন করা হচ্ছে "সফটওয়্যার
> > মুক্তি
> > > দিবস"। ২০১১ সালে এই দিনটি হলো ১৭ই সেপ্টেম্বর। আরো বিস্তারিত জানতে ঘুরে
> > আসুন
> > > - http://wiki.softwarefreedomday.org থেকে। সারা পৃথিবীতে কারা কারা এই
> >  দিনটি
> > > উদযাপন করছে তা দেখতে হলে এখানে ঘুরে আসুন
> > > http://wiki.softwarefreedomday.org/CategoryTeam2011।
> > >
> > >
> > > আয়োজনের তারিখ ও সময়: ১৭ই শে সেপ্টেম্বর ২০১১ইং, শনিবার। সকাল ১০টা থেকে
> > শুরু
> > > হবে আয়োজন।
> > > আয়োজন স্থল: প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়, বনানী ক্যাম্পাস।
> > >
> > > আয়োজনের বিস্তারিত সূচী (৮ঘন্টা ৩০মিনিটের দিনব্যাপী এ আয়োজন সকলের জন্য
> > > উন্মুক্ত):
> > >
> > > ১। সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা
> করা
> > হবে
> > > এবং সাথে কিছু স্বাগত বক্তব্য দেবেন আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
> > > ২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের মুক্ত
> > > সফটওয়্যার ও লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার
> > নিয়ে
> > > প্রদর্শনী চলবে।
> > > ৩। দিনব্যাপী এ আয়োজনে আরো থাকছে ''সফটওয়্যার মুক্তি আন্দোলন'' নিয়ে
> > > তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী।
> > > ৪। এছাড়াও আয়োজনস্থলে থাকবে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর
> > পেনড্রাইভে,
> > > পছন্দের মিডিয়াতে এবং সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা।
> > >
> > > বিশেষ আকর্ষন:
> > > প্রথমবারের মতন এবার থাকছে ''লিনাক্স ইন্সটলেশন বুথ''। যেখানে আমাদের
> > > স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা
> > > নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী
> নিত্য
> > > প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। (অনলাইনে ফর্মপূরনকারীরা অগ্রাধিকার
> > পাবেন।)
> > > ---
> > > মো: আশিকুর রহমান (আশিকুর_নূর)
> > > সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা, “সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১,
> > > বাংলাদেশ” উদযাপন পরিষদ
> > > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> > > ----------------------------------------------------------
> > > Dedicated Linux Forum in
> > > Bangladesh<
> > http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> > > Thank you
> > > Md Ashickur Rahman
> > > Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
> > --
> > Md. Ibrahim Husain Meraj
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list