[Ubuntu-BD] কিবোর্ড প্রস্তুত করা।

Md. Enzam Hossain meenzam at gmail.com
Fri Sep 2 19:54:40 UTC 2011


হ্যা সম্ভব।
কাজ শুরু করার আগে apt://m17n-db প্যাকেজ টা সেটআপ করে নিন।
তারপর আপনার কম্পিউটারের /usr/share/m17n এই ফোল্ডারে গিয়ে অনেক উদাহরণ খুজে
পাবেন। যদি unijoy এর সাথে পরিচিত হন তাহলে bn-unijoy.mim ফাইলটা চেক করতে
পারেন।

--Enzam


2011/9/3 sagir khan <sagir42 at gmail.com>

> আস্সালামুআলাইকুম
> আমি যদি উবুন্টুতে বাংলা টাইপ করার জন্য নিজস্ব কিবোর্ড লেআউট বানাতে চাই
> তাহলে
> তা কি সম্ভব?
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list