[Ubuntu-BD] দোয়েল ল্যাপটপ
Md Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Mon Oct 24 18:08:02 UTC 2011
হুম, কথাগুলো তাও জটিল মনে হচ্ছে। যাই হোক কিছুটা বুঝেছি।
ধন্যবাদ।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550
2011/10/25 maSnun <masnun at gmail.com>
> ডিস্ট্রো এসেছে "ডিস্ট্রিবিউশান" থেকে । তার মানে একই জিনিসকে আপনি
> কিভাবে ডিস্ট্রিবিউট করছেন । সব ডিস্ট্রোই লিনাক্স কার্নেল ব্যবহার করে
> কিন্তু কেউ নোম দেয়, কেউ কেডিই, কেউ সিন্যাপটিক দেয়, কেউ প্যাকেজকিট, কেউ
> ডেবিয়ান প্যাকেজিং ব্যবহার করে, কেউ আরপিএম । এই আর কি ।
>
> আমি যেটুকু বুঝি তাতে কার্নেলের উপর নির্ভর করে ওএস নির্ধারন করা হয় ।
> একই কার্নেলের উপর বেইজ করে ভিন্ন ভিন্ন ওএসগুলোকে ঐ কার্নেলের ডিস্ট্রো
> বলা যায় ।
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list