[Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

ZM.Mehdi Hassan mehdi680 at gmail.com
Fri Oct 21 19:05:27 UTC 2011


অনেকদিন পর আদনান ভাই কে পেয়ে ভাল লাগছে। উবুন্তু লোকো টিমকে রিঅ্যাপ্রুভড যে
শর্তগুলো আপনি দিয়েছেন, তা আমার মনে হয়, মোটেই পাহার সম নয়। আহারে শুধু অজানা
ছিল। আমরা সহজেই এটা ওভার কাম করতে পারি। শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। আই,
আর, সি চ্যানেলে আমি একবার ট্রাই করেছিলাম। কিন্তু কাজ করতে পারিনাই। কি যেন
সমস্যা হচ্ছিল। আবার ট্রাই করতে হবে।
-- 
জেড, এম, মেহেদী হাসান
সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
Z.M. Mehdi Hassan
Managing Director
Digital Watch Limited
website: www.digitalwatchltd.com
             www.digitalwatchbd.com
email:    info at digitalwatchltd.com


More information about the ubuntu-bd mailing list